দাসপ্রথা ফিরে আসে

মোস্তফা তারিকুল আহসান

লালনের মতো মাথার ভেতরে পোনা মাছ
লাফালাফি করলে
খুঁজে ফিরি আমার টেবিলে ল্যাপটপ

তখনই মনে পড়ে ওটা আজ রেখে এসেছি অফিসে
সারাবাড়ি তন্নতন্ন করে খুঁজি কলম
পুরনো 888sport app download apkর খাতা
কোথাও কিছ্ছু নেই
মেয়ের স্কুলের খাতা টান দিয়ে নিতে
সে ছোঁ মেরে তার খাতা কেড়ে নিয়ে যায়

গালে হাত দিয়ে ভাঙা একটা পেনসিল
নিয়ে বসে থাকি টেবিলে
মাছের পোনারা পালায়
চোখে তন্দ্রার ভাব আসে
বউ খিটমিট করে ওঠে রাগে

আমি ফিরে আসি পুরনো আস্তাবলে

Published :


Comments

Leave a Reply