দীর্ঘস্থায়ী ক্রন্দনের জন্যে

দীর্ঘস্থায়ী ক্রন্দনের জন্যে মানুষের লোভ আজ

এতদূর এমন আগ্রাসী-

সান্তনার সব পাতা ছেঁড়া হয়ে গেছে।

জীবনের এতো বড়ো স্থির বৃক্ষ থেকে

ঘুমের ভেতরে জেগে স্বপ্নগুলো ছুঁতে না পারার ক্রোধ

ক্রমাগত তাকে সহজ নক্শা থেকে

উল্লম্ফনে ক্রীতদাস হতে আজ বাধ্য করেছে।

আর তাই,

নদীর ঢেউয়েরা আজ তত আকর্ষক নয়,

বন আর বনের কুসুম নয় ততো প্রাণপ্রিয়,

সহজ জীবন থেকে ছিঁড়ে নিয়ে নিজেকেই

বহু পাত্রে বহু বর্ণে দীর্ণ করে হয়েছে একাকী- শিকড়ের নির্ভরতা তার জন্যে উপহাস শুধু।