দুই বাংলার 888sport live chatীদের দলগত চিত্র-প্রদর্শনী

আমাদের চারু888sport live chatীদের সঙ্গে পাশের দেশ ভারতের, বিশেষ করে ওপার বাংলার, 888sport live chatীদের আত্মিক বন্ধন এখন অনেকটাই সুদৃঢ়। 888sport appsের স্বাধীনতার অব্যবহিত পরে দুদেশের 888sport live chatীদের মধ্যে এই যোগাযোগের সূচনা হয়। ১৯৭৩ সালের নভেম্বর-ডিসেম্বরে ভারতের কলকাতা, দিলিস্ন ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হয় 888sport appsের সমকালীন 888sport live chatের এক প্রদর্শনী। এতে জয়নুল আবেদিনসহ 888sport appsের সমকালীন 888sport live chatীদের ১১৫টি 888sport live chatকর্ম স্থান পায়। গত এক যুগে উভয়পক্ষের আগ্রহে দুই বন্ধুরাষ্ট্রে চারু888sport live chatীদের পারস্পরিক যোগাযোগ বাড়ছে; দুদেশে যৌথ চারুকলা প্রদর্শনীর আয়োজন হচ্ছে। আমাদের 888sport live chatীরা নিজেদের সৃষ্টিকর্ম নিয়ে ওপারে যাচ্ছেন, তাঁরাও আসছেন, একের পর এক প্রদর্শনী হচ্ছে।
888sport app বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে সম্প্রতি অনুষ্ঠিত হলো দুই বাংলার চারু888sport live chatীদের একটি দলীয় চিত্র-প্রদর্শনী। গত ৯ অক্টোবর বুধবার থেকে ১৪ অক্টোবর ২০১৯ সোমবার পর্যন্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। দুদেশের 888sport live chatীদের এই প্রদর্শনীর শিরোনাম একত্রিত হওয়া, যাকে বলা যায় সীমান্ত পেরিয়ে 888sport live chat ও সৃজন ভাবনার এক যূথবদ্ধতা।
888sport appsের এগারোজন 888sport live chatীর সঙ্গে এ-আয়োজনে অংশ নিয়েছেন ভারতের দশজন চিত্র888sport live chatী। 888sport cricket BPL rateজন 888sport live chatীর মধ্যে বয়োজ্যেষ্ঠ ভারতীয় 888sport live chatী প্রভাত চন্দ্র সেনের জন্ম 888sport appsের ব্রাহ্মণবাড়িয়ার কালিকচ্ছ গ্রামে ১৯৪২ সালে। তাঁর বেড়ে ওঠা ও পড়াশোনা এদেশেই। ১৯৬৬ সালে 888sport appর চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। যুবক বয়সে তিনি ভারতে গমন করে কলকাতার একটি স্কুলে শিক্ষকতায় নিযুক্ত হন। পাশাপাশি ভারতবর্ষে আয়োজিত নানা চিত্র-প্রদর্শনীতে তিনি অংশ নিয়েছেন।
প্রদর্শনীতে 888sport live chatী প্রভাত সেনের দুটি চিত্রকর্ম স্থান পেয়েছে। অ্যাক্রিলিকে কাগজের বোর্ডে তিনি এঁকেছেন ক্ষয়ে যাওয়া কংক্রিটের দেয়াল, সে-দেয়ালের একটিতে দুটি পায়রার প্রেম ও অন্যটিতে একটি ছাগলের ছবি প্রতিফলিত হয়েছে। এ যেন অজন্তার দেয়ালচিত্রের অনুরূপ ভাবব্যঞ্জনা নিয়ে আঁকা সমকালীন চিত্র।
888sport live chatী অঞ্জন সেনগুপ্ত পাঁচটি একক চিত্র-প্রদর্শনী করেছেন, ভারতের জাতীয় চারুকলা প্রদর্শনীসহ নানা দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। কাগজে অ্যাক্রিলিকে তাঁর আঁকা দুটি চিত্রকর্মের একটি হলো ভূদৃশ্য ও অন্যটি দুই মুখ। তারাভরা নীল আকাশতলে পোড়ামাটি রঙের কয়েকটি বৃক্ষ আর তার ফাঁকে ফাঁকে কালচে ঘাস। অনেকটা আলংকারিক ধরনের দৃষ্টিনন্দন দ্বিমাত্রিক কাজ। অন্য চিত্রপটে মিষ্টি লাল, সাদা ও সবুজ রঙের আস্তরণের ওপর কালো রঙের রেখায় 888sport promo code ও পুরুষের অবয়ব এঁকেছেন 888sport live chatী।
888sport live chatী রূপালি রায় শৈশব থেকে ছবি আঁকেন। বিশিষ্ট 888sport live chatী অসিত পাল ও সমীর আইচের কাছে ছবি আঁকায় শিক্ষা নিয়েছেন। তিনি বিমূর্তরীতিতে ভূদৃশ্য আঁকেন। প্রদর্শনীতে তাঁর দুটি চিত্রকর্মের একটির শিরোনাম ‘আশা’ ও অন্যটির নাম ‘পারিলের নিসর্গ’। দুটিই ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা। ‘আশা’ নামের কাজটিতে 888sport live chatী আগামীর সম্ভাবনাকে মেলে ধরেছেন অন্ধকার থেকে আলোর উদ্ভাসনকে তুলে ধরে।
উমা বর্ধন বাস্তবানুগ রীতিতে ছবি আঁকেন। প্রাতিষ্ঠানিক 888sport live chatশিক্ষা তিনি নেননি। 888sport live chatে তিনি দীক্ষা নিয়েছেন 888sport live chatী মাখনলাল দত্ত ও মানিকলাল বন্দ্যোপাধ্যায়ের কাছে। প্রদর্শনীতে তাঁর দুটি চিত্রকর্মের একটির শিরোনাম – ‘ঐতিহ্যবাহী পটচিত্রী’। ছবিতে দুজন 888sport promo code পটুয়া পটচিত্র আঁকছেন। আরেকটি চিত্রে তিনি এঁকেছেন সকালের মিষ্টি আলোয় এক 888sport promo code তাঁর শিশুকে কোলে নিয়ে বৃক্ষঘেরা ফুলেল প্রকৃতির ভেতর দিয়ে এগিয়ে আসছেন।
888sport live chatী সন্দীপ ভট্টাচার্য দৃশ্য888sport live chatে স্নাতক করেছেন কলকাতা চারুকলা মহাবিদ্যালয় থেকে ১৯৯১ সালে। শান্তিনিকেতনের বনের পুকুরডাঙায় তাঁর আবাস ও স্টুডিও। লোক888sport live chatের ফর্ম ও রং নিয়ে যেন উপকথার গল্প তুলে ধরেছেন। এ-প্রদর্শনীতে থাকা 888sport live chatীর দুটি কাজের শিরোনাম ‘আনন্দ’ ও ‘শান্তি’। অ্যাক্রিলিকে বোর্ডে আঁকা প্রথম চিত্রটিতে আমরা দেখতে পাই বাদনরত বংশীবাদক, উপবেশনরত 888sport promo code ও দ-ায়মান শিশু। চিত্রপটের ওপর মেঘের কোলে সন্তরণশীল এক পরি। গ্রামীণ জনজীবনের লোকাচার নিয়ে আনন্দময় এক পরিবেশ তুলে ধরেছেন 888sport live chatী তাঁর চিত্রকর্মে।
পপি ব্যানার্জি দৃশ্য888sport live chatে ১৯৯২ সালের স্নাতক। গাছের শেকড় নিয়ে মানবাকৃতিতে নানা রূপ তুলে ধরেন 888sport live chatী। একই বছর 888sport live chatে স্নাতক করেছেন শান্ত সরকার। শৈশব নিয়ে কালি-কলমে দৃষ্টিনন্দন ছবি এঁকেছেন তিনি। আবার মিশ্রমাধ্যমে এঁকেছেন দুর্গার সাদামাটা অবয়ব।
তন্ময় বিশ্বাস বস্ত্রনকশায় স্নাতক সম্পন্ন করে ট্যাপেস্ট্রি মাধ্যমে 888sport live chatসৃজন করছেন, মা ও শিশুর চিরন্তন সম্পর্ক নিয়ে। প্রত্যুষা মুখার্জি হাতে তৈরি কাগজে কালি-কলমে ভূদৃশ্য ও জড়জীবনের ছবি এঁকেছেন। সোমা মাজি দৃশ্য888sport live chatে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতক। তিনি মানব অবয়ব ও জ্যামিতিক ফর্ম নিয়ে জলরঙে ছবি এঁকেছেন; যার শিরোনাম দিয়েছেন – ‘আমাকে বাঁচাও’। শিশু, 888sport promo code ও পরিবেশকে বাঁচানোর আকুতি এখানে।
এ-প্রদর্শনীর উদ্যোক্তা 888sport appsের কয়েকজন সহপাঠী 888sport live chatী। তাঁরা হলেন – গোলাম মোহাম্মদ জোয়ারদার, সুজন দে, লায়লা আন্জুমান আরা, কমর মুস্তারী শাপলা ও প্রহ্লাদ কর্মকার। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন 888sport live chatী আফরোজা আকতারি, শর্বরী রায় চৌধুরী, উর্মিলা দাস, আহসান আহমেদ, শর্মিলা কাদের ও রেজওয়ান পিলো।
আমাদের 888sport live chatীরা প্রধানত বাস্তবানুগ ও এর কাছাকাছি রীতিতে ছবি এঁকেছেন। বেঁচে থাকার আশায় উত্তাল সমুদ্র পেরিয়ে রোহিঙ্গাদের 888sport appsে আসার ঘটনা নিয়ে ছবি এঁকেছেন ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতকোত্তর 888sport live chatী আফরোজা আকতারি। ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা তাঁর দুটি চিত্রকর্মের নাম – ‘রোহিঙ্গা সমস্যা’ ও ‘ঝিনুক কুড়োনোর বেলায়’।
888sport app বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৯০ সালে প্রাচ্যকলায় স্নাতকোত্তর করা 888sport live chatী লায়লা আন্জুমান আরা ক্যানভাসে অ্যাক্রিলিকে নিসর্গের বাস্তবানুগ ছবি এঁকেছেন। কমর মুস্তারী শাপলা প্রাণী ও পাখি নিয়ে মানুষের মমতা তুলে ধরেছেন।
সুজন দে আমাদের নিসর্গের ফর্ম ও রং নিয়ে এর রূপকে লোকায়ত বিন্যাসে তুলে ধরেন দর্শকের সামনে। জলরঙে আঁকা তাঁর চিত্রকর্মের শিরোনাম – ‘শব্দের ছন্দ ১ ও ২’। 888sport live chatী প্রহ্লাদ চন্দ্র কর্মকার ক্যানভাসে অ্যাক্রিলিকে বাস্তবানুগ রীতিতে এঁকেছেন – ‘ইম্প্রেশন অব ন্যাচার’।
888sport live chatী গোলাম মোহাম্মদ জোয়ারদার নিসর্গের রূপ-রস-রং নিয়ে তাঁর চিত্রপটে ভিন্নভাবে উপস্থাপন করে নান্দনিক আবহ তৈরি করেছেন। ক্যানভাসে অ্যাক্রিলিকে আঁকা তাঁর দুটি চিত্রকর্মের শিরোনাম – ‘আকাশের নানা রং’ ও ‘শিরোনামহীন’।
888sport live chatী শর্বরী রায় চৌধুরী ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভের চারুকলা বিভাগের গ্রাফিক ডিজাইনের সহযোগী অধ্যাপক। অ্যাক্রিলিক রঙে তিনি তাঁর চিত্রপটে আবেগের দ্যোতনা, আবেগের ওঠানামা এসব তুলে ধরেছেন সাদা-কালোর বর্ণপর্দায়।
তরুণ চারজন 888sport live chatী এই দলীয় প্রদর্শনীতে অংশ নিয়েছেন। তাঁরা হলেন – উর্মিলা দাস, আহসান আহমেদ, শর্মিলা কাদের ও রেজওয়ান পিলো। প্রাচ্য ঘরানায় পটের ছবি আঁকেন উর্মিলা। তাঁর চিত্রকর্মের নাম – ‘লোক888sport live chat ১ ও ২’।
888sport live chatী আহসান আহমেদ কাগজে জলরঙে এঁকেছেন – ‘কালো সময় ও ঐতিহ্য’। শর্মিলা কাদের চিত্রপটে নাটকীয়ভাবে নানারঙের কাপড়ের ভাঁজের ফাঁকে নগ্নিকার ছবি তুলে ধরেছেন। 888sport live chatী রেজওয়ান পিলো প্রায় পুরো ক্যানভাসে আকাশছোঁয়া ও জলে নিমগ্ন এক 888sport promo code অবয়ব এঁকেছেন। এর নাম দিয়েছেন ‘প্রকৃতির প্রতিবিম্ব’। পড়ার ঘর নিয়ে তিনি আরেকটি বাস্তবানুগ ছবি এঁকেছেন।
প্রতিবেশী দুটি দেশের 888sport live chatীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও আন্তরিকতা সৃষ্টিতে এ-প্রদর্শনী কিছুটা হলেও অবদান রেখেছে বলে আমি মনে করি।