দুটি 888sport app download apk

হেনরী স্বপন

 

বাউল বাড়ির দাদু কবিরাজ

 

বাউল বাড়ির পাশে পলস্নবিত কাননে কুসুম গাছ,

সারি-সারি বাহারি পতঙ্গ ছড়াচ্ছে পরাগ –

অপরাজিতার চেয়ে গাঢ়… আরো লাল ক্যামেলিয়া ফুটে

অবাক হয়ে উঠলে আজ,

 

বিছানায় সেই ফুলতোলা দিদার চাদরে ঘুমিয়ে রয়েছে দাদু কবিরাজ।

 

 

বাউল বাড়ির ফটো

 

কাগজিলেবুর গন্ধে ফিরিয়ে আনলে বোলতার গায়ে পরা

হলুদ কামিজ কস্টিউম ডানা,

পেছনে এখনো পাইত্রাবনের ভেতর রইছে শঙ্খচূড়া সাপ –

তুষারকন্যা বুনোগোলাপ…

পিয়ানোয় গুটানো বেড়াল ঘুমে

গীতবিতানের গান –

 

বেডরম্নমে মেয়ের জানলা ফাঁকা নিঃসঙ্গ পুতুল খেলনা ছড়িয়ে আছে

বনবাসের দেয়াল জুড়ে সাত-বামনের ফটো।