পিয়াস মজিদ
সকালটা শুভ্র শঙ্খ ঘোষ,
দুপুরটা রোদে পুড়ে
তামা হওয়া কলকাতা।
ঝিম মেরে বসে থাকা
প্রয়াত কালিদাস রায়ের 888sport sign up bonusমেখলা
যাবতীয় 888sport sign up bonusর প্রতিবেশী
কবি দেবারতি;
মুখোমুখি গৌতম ম-ল আর আমি।
দেবারতি বসে আছেন
হাতের আমন্ত্র¿ণপত্রে ঘুমন্ত মণীন্দ্র,
অক্ষয় মালবেরি থেকে
আসন্ন সব 888sport app download for androidসভার রক্তমাংস
ঝরে পড়ছে
ঝরে ঝরে নহর বয়ে চলে
মুজবৎ পাহাড়ের শোক-হাওয়াতে
দেবারতির চোখের জল শুকিয়ে
স্তব্ধ ডাঙা হয়ে থাকে,
সে-ডাঙায়
পাঠক যুবকের স্নান সারা হয়।

Leave a Reply
You must be logged in to post a comment.