এক.
এসো, তীব্র এক সন্ধি হোক।
ঘরে-ঘরে হোক সখ্য বিজয়ের।
আমাদের সাদা পাতা থেকে ছেঁটে ফেলি পরাজয়ের কালিমা…
আমাদের ধস্ত ধুলায় এসে বসুক নীলিমা।
এক ধুম নৈঃশব্দের গর্ভ থেকে ছুটে আসুক আদিম জন্ম…
মৃত্যুর গভীর ঘুরে জন্মান্ধ বুঝুক এই শুরু, এই ধ্রুব, দৃষ্টিকাব্য।
দুই.
আর, দৃষ্টির অধিক চাই না কোনও চিত্রকলা
তথাপি তামাদি পত্রালিকায় লতিয়ে ওঠে দূর ছবিঅলা।
পত্রাচ্ছন্ন কখনও কি বিদূরের ঝোঁকে পাঠিয়েছি লাবণ্যমালা?
সন্তাপের নামে ছড়িয়েছি না কি সংক্রামক চোখল সনেট?
এত ভুল হয়ে যায় দু’চোখের…
এইবার শাস্তি হোক তবে।
এইবার ছবিঘুম জ্বলুক, কাঁদুক…
শাস্তি হোক খুব।

Leave a Reply
You must be logged in to post a comment.