দেবী, চোখ মেলে দেখো,
দেখো তোমার মন্দিরে কে!
আমি, তোমার চণ্ডাল প্রেমিক।
জানো তো ওই নেড়ি কুকুরের দল
আমাকে স্পর্শ করতে দেয় না তোমায়
তাই আজ গোপনে এসেছি,
জানি তুমি ওদের পূজায় তুষ্ট নও
তুমি তো প্রেম চাও – আকণ্ঠ নিমজ্জিত প্রেম,
মুখস্থ কথায় মানুষই ভোলে না –
আর তুমি তো দেবী।
ওরা তোমাকে শুধু মূর্তি করে রাখতে চায়
ভক্ত-ভগবানের দূরত্বই ওদের উপভোগ্য,
কিন্তু প্রেম তো প্রকৃতি
মনুষ্যসৃষ্ট বাঁধ কবে তার বাধা হয়েছে,
ঘাট ডুবিয়ে মাঠ ডুবিয়ে পথ ডুবিয়ে
আজ আবার তোমার সামনে উপস্থিত
এসো, আর দেরি নয়
শান্ত করো পৃথিবী
প্রবেশ করো চণ্ডালের হৃদয়ে,
ওম শান্তি;
ওম শান্তি;
ওম শান্তি।

Leave a Reply
You must be logged in to post a comment.