দোলমা

কী সুন্দর ছেলে কোলেতে পথের পাশে পসরা সাজায়

কী আনন্দে ধুলা উড়ানিয়া কাঁখের মেয়ে বঙ্গ মাখায়।

খাটো কাপড়, রং-ঝরা পিঠ মাসকাবারির বাতাস ভরায়

কড়া রঙে সিঁথি কাটা, শিমুল-পলাশ ঠোঁটে ফোটায়।

আটপৌরে মিল শাড়ি ভাঁজে বাঙাল মাতা কোলে নাচে

সুঠাম বাহু, জমাট পেটে প্রাচ্য 888sport promo code দোলে বাঁচে।

এসব কি আর চোখে আটে হিল তোলা রূপ উড়াল

                                               পায়ে?

‘আমরা বাবা জাহিল আছি

এক ঠোঙা সুখ জিগর বাতি।’

কী বলে যায় স্মার্ট প্রোফাইল বর্ষবরণ রীতি?

Published :


Comments

Leave a Reply