ধূপছায়া

এখানে শীত শেষে এসেছে উষ্ণতা

ধূপছায়া সময় মেলেছে শতদল

কখন ভালোবেসে লিখেছিলি 888sport app download apk

এখনো কথাকলি ভাবনা চঞ্চল

আমি তো আমি নই তুই কি শুধু তুই

প্রশ্নে নীরবতা উত্তর ধ্রুপদী

খুলেছে ছিপি আজ চঞ্চল ঝরনা

যদিও আমি নই মাতাল নিরবধি

তাহলে কাকে বলে 888sport slot game বল পাখি

কখন 888sport app এসে সিডনি খুঁজে পায়

পাহাড় যদি দেয় মেঘের ডানা মেলে

মরু কি তবে মহাসাগর হয়ে যায়

যদিও চাওয়া পাওয়া আজো চিরন্তন

পোতাশ্রয়ে খালি নৌকো বাঁধা থাকে

এপারে অপেরার অথই মূর্ছনা

শকটচঞ্চল সেতু ওপারে ডাকে

শুভ্র শরতের দীপ্র শামালোকে

বিগত বর্ষার ক্ষিপ্র করাঘাত

তাই কি 888sport app download apkর জন্ম অবারিত

সংগোপন মনে গভীর গিরিখাত

মেখেছি সজ্ঞানে তোর সুরভি আমি

লিখেছি তোর নাম অক্ষরপ্রবাহে

এখানে আমি আর একমাত্র তুই

পৃথিবী জ্বলে পুড়ে মরে ঈর্ষাদাহে