কাজল রশীদ শাহীন
স্বনির্বাচিত এই নির্বাসনে/ নেকড়ের দঙ্গলের মতো আমাকে ছিঁড়ে খাক বরফে জ্বলতে থাকা ঋতু/ শুধু তুমি,/ আমার সংরক্ত চুম্বনের অন্তর্লীন আগুনগুলোকে/ পৌঁছে দাও শ্রাবণে আষাঢ়ে রোরুদ্যমান/ বিব্রত বাংলায়,/ বজ্রে বজ্রে বেজে উঠুক নতজানু স্বদেশ আমার। (শহীদ কাদরী, ‘আমার চুম্বনগুলো পৌঁছে দাও’)।
মার্কিন ভূমে বাস করেও যে-কবি চুম্বন পৌঁছে দিতে চেয়েছেন বাংলায়, তাঁকে উত্তর প্রজন্মের কোনো কবি যখন ‘পাখিজীবনের কবি শহীদ কাদরী’ শিরোপা দেন, তখন আমরা হই যতটা না বিস্মিত, তার চেয়ে অধিক হই মুগ্ধ ও গর্বিত। অবশ্য, এ-গর্বে নেই কোনো দাম্ভিকতা, আছে শহীদ কাদরীকে আবিষ্কার ও এষণার প্রতি যথার্থ সম্মান ও 888sport apk download apk latest version জানানোর বাঞ্ছা। রবীন্দ্রনাথ তুমি দেখে যাও, তোমার অমেয় বাণীতে স্নাত হয়ে কীভাবে সোনা ফলিয়েছেন তরুণ প্রজন্মের কবি ও কথাকার মিলটন রহমান। তুমি বলেছিলে, ‘হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে।’ কবি শহীদ কাদরী ইহজাগতিকতার সংজ্ঞায়নে অতীত হলেও তিনি বর্তমান। তিনি কাজ করে যাচ্ছেন গোপনে গোপনে। এ-কারণে শহীদের দেশত্যাগ কিংবা স্বেচ্ছানির্বাসন যেমন বাধা হয়ে দাঁড়ায়নি 888sport app download apk সৃজনে, তেমনি তাঁর দেহান্তরও 888sport app download apk নির্মাণের ক্ষেত্রে কোনো অন্তরায় বা যবনিকা ঘটাতে পারেনি, পারে না। কারণ শহীদ ‘অতীত’ হলেও গোপনে গোপনে তাঁর রয়েছে প্রবল উপস্থিতি। নতুন কবির নতুন 888sport app download apk নির্মাণের মধ্য দিয়ে তিনি আছেন, থাকবেন কাব্যের ললিত ভুবনে। এ-কারণেই মিলটন রহমান শহীদ কাদরীকে বলেছেন, ‘পাখিজীবনের কবি শহীদ কাদরী’। তাঁর যুক্তিটা হলো, ‘আমি মূলত বলতে চেয়েছি নতুন কোনো 888sport app download apk রচনা না করার ভেতর দিয়ে কবি কীভাবে কাব্য রচনা করে গিয়েছেন। এর মধ্য দিয়ে আমি বলতে চেয়েছি একজন কবি সবসময় 888sport app download apk রচনা করেন। এমনকি কবি মৃত্যুর পরেও 888sport app download apk রচনা করেন। অনেকেই বলে থাকেন শহীদ কাদরী প্রবাস জীবনে তেমন কোন 888sport app download apk রচনা করেননি। এ-কথাটিকে আমি ভুল প্রমাণ করেছি। বলেছি তিনি কখনো কাব্য রচনা থেকে বিরত থাকেননি। এটি গভীর নিরীক্ষণের বিষয়।’ শহীদ কাদরীকে নিয়ে এরকম নতুন ভাষ্য দাঁড় করিয়েছেন মিলটন রহমান কবি শহীদ কাদরী ও 888sport app 888sport live গ্রন্থে।
বিচিত্র, কৌতূহলোদ্দীপক ও নয়াভাষে সমৃদ্ধ সব 888sport liveের সমাহার ঘটেছে উপর্যুক্ত 888sport liveগ্রন্থে, যা নবীন-প্রবীণ সবাইকে জোগাবে ভাবনার খোরাক। 888sport liveগুলো হলো, ক. জাদুর বংশীবাদক মার্কেজ, খ. তখন টেড হিউজ অন্য 888sport promo code শয্যায় ছিলেন, গ. তীব্র সমালোচনায় রবীন্দ্রনাথের স্ট্রে বার্ডসের চায়না 888sport app download apk latest version, ঘ. নীলপদ্মের উদ্যান জিংকি বয়েস, ঙ. অনন্ত যাত্রার কবি আবুল হাসান, চ. পাখিজীবনের কবি শহীদ কাদরী, ছ. দীর্ঘ সহবাসের জিয়ল জখম, জ. তান্ত্রিক হুমায়ুন আজাদ।
888sport liveকার বর্তমানের 888sport live888sport live footballের যে প্রচল প্রবাহ (দু-একজন ব্যতিক্রম ছাড়া) সে-পথে হাঁটেননি মোটে। প্রতিটি 888sport liveেই নতুন কিছু বলার, নতুন যুক্তি তুলে ধরার, নতুন প্রবণতা ধরার চেষ্টা করেছেন। ফলে, পাঠকের জন্য প্রতিটি 888sport liveপাঠ সময় অপচয় না হয়ে বিষয়ান্তরে যেতে জোগাবে অভীপ্সা। ব্যাখ্যা-বিশেস্নষণে মিলটন রহমান মননশীল 888sport live footballে যে প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন, তা সৃজনশীল যে কারো জন্য হতে পারে শস্নাঘার বিষয়।
মার্কেজকে নিয়ে লেখার নিশ্চয় অন্ত নেই। তাহলে মিলটনের লেখাই-বা কেন, আর এই লেখা পাঠ জরুরিই বা কেন? জরুরি এই কারণে যে, 888sport liveকার এখানে নতুন কিছু বলেছেন, নতুন ভাবনা আহরণ করার প্রয়াস চালিয়েছেন। তিনি মার্কেজের জাদুবাস্তবতা নিয়ে কথা বলেছেন এবং জাদুবাস্তবতার ব্যবহারে মার্কেজের স্বকীয়তা ও ব্যতিক্রমী দিক চিহ্নিত করেছেন।
একইভাবে তিনি যখন টেড হিউজের কথা বলছেন, তখন টেড হিউজের তুলনামূলকভাবে কম জানা কিংবা অজ্ঞাত দিক উন্মোচনের প্রয়াস চালিয়েছেন। নামকরণে আমরা 888sport liveটিতে ব্যক্তিমানসের উপস্থিতি দেখলেও তার ভেতরপাঠ কিন্তু শুধু ব্যক্তিতে সীমাবদ্ধ থাকেনি। টেড হিউজ ও সিলভিয়া পvথের 888sport app download apk নিয়েও কথা বলেছেন, আর সিলভিয়া পvথের আত্মহত্যার সময় টেড হিউজের অবস্থান নিরূপণ করেছেন মননশীলতার শর্ত ও দাবির প্রতি বিনত থেকেই।
স্ট্রে বার্ডসের চায়না 888sport app download apk latest versionকের অভিজ্ঞতা, 888sport app download apk latest versionের দুর্বলতা ও চীনে রবীন্দ্রনাথের উপস্থিতি উপলব্ধ করতে হলে এই 888sport liveপাঠ জরুরি। বিশেষ করে 888sport app download apk latest versionক ফ্যাং টাংয়ের রবীন্দ্রনাথকে লেখা চিঠিটি, যাতে 888sport live footballমনস্ক ও 888sport live football-কারবারি উভয়ের জন্যই রয়েছে বিবিধ চিমত্মার রসদ।
নোবেল বিজয়ী লেখক সেটলানা আলেক্সিয়ভিসের এ জিংকি বয়েস 888sport alternative link নিয়ে আলোচনাটাও চিত্তগ্রাহী। রিপোর্টিংধর্মী এ-888sport alternative linkে 888sport liveকার দেখিয়েছেন সাংবাদিকের দৃষ্টি যখন ঔপন্যাসিকের দৃষ্টি হয়ে ওঠে তখন তাঁর সৃষ্টিতে যোগ হয় কেমন মাত্রা।
আবুল হাসানকে যাঁরা পাঠ করেন কারণে-অকারণে তাঁদের জন্য তাঁকে নিয়ে লিখিত 888sport liveটি পাঠের দাবি রাখে বিশেষভাবে। কারণ আবুল হাসানের 888sport app download apkয় যে স্বর তা যে একই সময়ে অন্যত্রও প্রতিভাত হয়েছে তা উন্মোচন করেছেন 888sport liveকার। ফলে, এই 888sport liveে আবুল হাসানের বিশ্ব888sport slot gameের গীত অন্বেষণের পাশাপাশি তাঁর দর্শনের উচ্চকিত স্বরূপ হয়েছে আলোকিত।
শহীদ কাদরীর 888sport live নিয়ে আগেই বলেছি। দীর্ঘ সহবাসের জিয়ল জখম কবি শামীম আজাদের কাব্যগ্রন্থ জিয়ল জখম নিয়ে রচিত 888sport live। এটি বই নিয়ে আলোচনা হলেও তা হয়নি, ফ্ল্যাপসর্বস্ব ও সূচিপত্র তুলে ধরার অচল প্রয়াস। তিনি আস্তএকটি 888sport liveই লিখেছেন, যার পরতে রয়েছে শামীম আজাদের 888sport app download apkর খোলনলচে ধরে ধরে অবলোকন ও মর্মার্থ উদ্ধারের গবেষণার প্রয়াস।
তান্ত্রিক হুমায়ুন আজাদ একটি ব্যক্তিগত সাক্ষাৎকারভিত্তিক রচনা হলেও তাঁর জ্যোতির্ময়তাকে নতুন আলোয় উদ্ভাসনের চেষ্টা প্রশংসিত ও ধন্যবাদার্হ।
মোট আটটি 888sport liveের সমাহার ঘটেছে এই বইয়ে, যার প্রতিটিই স্বতন্ত্র বই হওয়ার দাবি রাখে। এই স্বতন্ত্রতা না হওয়ায় মিলটন রহমানের 888sport live যেভাবে ভাবনা উদ্রেককারী হয়েছে, সেভাবে পরিণত নয়। এ-কারণে বক্তব্য শেষাবধি থিতু হতে পারেনি, যা হলে 888sport live888sport live football হতো আরো ঋদ্ধ, সম্পদমান ও উৎকর্ষবাহী।
888sport liveগ্রন্থটি পাঠে স্পষ্টত যে, এটির সম্পাদয়ন কর্মটি হয়নি বা হলেও নয় সুচারু। বেশকিছু ভুল শুধু পীড়াদায়ক নয় নিবিড় পাঠের ক্ষেত্রে বিরক্তি উদ্রেকের শামিল। এসব এড়ানো নয় মোটেই জটিল ও অসম্ভব কর্ম, যদি তাতে যুক্ত হয় আন্তরিকতা ও পাঠকের প্রতি দায়বদ্ধতার চ্যালেঞ্জ। আগামীর মতো প্রকাশনীর কাছে এ প্রত্যাশা নিশ্চয় নয় অতিরিক্ত ও আকাশকুসুম কল্পনার ফানুস।
গ্রন্থনামে শহীদ কাদরীর সঙ্গে কবি শব্দটা কি জরুরি ও অপরিহার্য? শহীদ কাদরী ও 888sport app 888sport live নাম হওয়া কি ছিল না যুক্তিযুক্ত ও নন্দনযোগ্য?
মিলটন রহমান কবি ও কথা888sport live footballিক হিসেবে পরিণত। আলোচ্যগ্রন্থ তাঁর পরিচিতরূপকে করেছে অলংকৃত। সৃজন ও মননে তিনি যে অশ্ব রেখেছেন ধাবমান, তা আরো গতিশীল হবে, কবি শহীদ কাদরী ও 888sport app 888sport live গ্রন্থে সেই পদছাপ সমুজ্জ্বলতায় রয়েছে দীপ্যমান। শহীদ কাদরীকে নতুন ভাষ্য দেওয়ার এই প্রয়াস আরো বাঙ্ময় হোক নব সৃষ্টির ব্যঞ্জনায়, শুভেচ্ছা ও ধন্যবাদের ডালিতে রইল সে-প্রত্যয় ও হিরণ্ময় প্রত্যাশা।
