ডানদিকে হিমঘর, বাঁয়ে লাল রেলের কলোনি
এরপর স্টেশন আসবে, কালের যাত্রায় হুহু ধ্বনি
ধৈর্য ধশ্রে শুনতে হয় – কেমনে ধৈরজ ধরি, সই?
সে আমার সুরধনি, আমি তার কিছু একটা হই!
পকেটে কমদামি সেন্ট, ট্রেনে কেনা শস্তা চানাচুর,
নাটকে টিকিট কাটা, ধূপছায়া রঙের দুপুর …
বিকেলে টেনশন বাড়ছে, বাড়িতে নির্ঘাত কিছু হবে
তবুও দলবল মিলে যাওয়া চাই বসন্ত-উৎসবে …
তিরিশ তারিখ এলে, মানে আর কি, একদিনের রাজা
পকেটে গরম নোট, আমি কবি সৈয়দ মুর্তাজা!
অফিসে বন্ধুরা আসে – চা কফি সিগ্রেট – কার ফোন?
বাড়িতে অসুস্থ মাঞ্চর ঘুম কাড়ছে বিয়ে হয়নি বোন …
হারানো দিনের কথা ভুলে যাওয়া ভাল, আত্মঘাত?
আত্মজীবনের চেয়ে আরও বেশি বিস্ময়, আঘাত
হ্যামলেটে লেখা আছে – অক্টোবর, সেদিন চব্বিশ ঘুমন্ত পিতার কানে ঢেলে দিল অমৃতটি – বিষ!

Leave a Reply
You must be logged in to post a comment.