নার্গিস

মুহম্মদ নূরুল হুদা

ছায়া নেই মায়া নেই, নেই সেই কায়া
ইতিউতি প্রজাপতি, 888sport sign up bonus আবছায়া
যখন অধরা নামে পুকুরের ঘাটে
আঁধারে কাঁপন তুলে কারা যেন হাঁটে
মেঠোপথে দৌলতপুরের –
এখানে এখনো দ্বন্দ্ব সুর-অসুরের;

পূর্ণিমার বুকে তাই খুঁজি না এ মুখ,
অমাবস্যা হানে না তো ব্যথার চাবুক,
গলায় পরেছি শুধু বি888sport sign up bonusর মালা :

ফুরায় স্পর্শের সুখ, ফুরায় না জ্বালা।

কবির 888sport app download apk আমি, 888sport app download apkর কবি
আমাকে যে ভুলে যাবে, সে চির অকবি।