না-পারার 888sport app download apk

যতদূর দেখতে পাই

ততদূর হাঁটতে পারি না

যতদূর ভাবতে পারি

ততদূর নামতে পারি না

হাওরে নৌকায় বসে দেখি

বিস্তীর্ণ জলের ওপারে ছোটবড় পাহাড়

পাহাড়ের বাঁকে বাঁকে ঘাপটিমারা গ্রাম

ঝর্ণায় স্নান করছে আদিবাসী বালিকারা

আসন্ন বিহুর দিনে কারো কারো বিয়ে হয়ে যাবে

বালিকারা একদিন দিদিমাও হবে, তবে

আমার যা জানাই হবে না –

প্রত্যেকের জীবনই বহু 888sport app download apkর মুহূর্ত গোপন করে গেছে

হাওরে নৌকায় বসে দেখতে দেখতে ভাবি

সূর্যাস্তের আগেই আমাকে ফিরে যেতে হবে

ভাবনার ধারে জানলাখোলা দুপুর

ইচ্ছে হলেই আকাশ করি উপুড়

ভুরভুর করে উড়তে থাকে কদমফোটা দিন

আমি জানি, ভালোবাসার ভোমরা লুকিয়ে আছে

বিরাট দিঘির জলের তলায় কৌটোর ভেতরে

কৌটোকে পাহারা দিচ্ছে একদল জলপাখি

আমি যে ভালোবাসার ভোমরার কাছে গিয়ে বলব –

‘চলো আমাদের কুঁড়েঘরে ফিরে যাই’

– সেই সুযোগই দিচ্ছে না জলপাখিদের পাহারা

আমি কি পাখিদের চোখ এড়িয়ে যেতে পারি?

আমি কি মাছেদের চোখ এড়িয়ে যেতে পারি?

দুই পা এগোলেই তো রাজার লোকেরা আমার দুই হাতে

আমাকেই পিঠমোড়া করে বেঁধে নিয়ে যাবে অজ্ঞাত থানায়

তাই আমি তোমার কাছেও পৌঁছতে পারি না

যতখানি বাসব ভালো

ততখানি বাসতে পারি না