পেছন-যাত্রায় তুমি কত দূর যাও
যাও নাকি বসে থাকো একা মহাকাল
ঘুমের চুমের ভেতর স্বপ্ন নাকাল
বেহুঁশ আর বেকারার যাত্রী, কোথা যাও?
যেখানে ঘুমের দেশ ডানা মেলে ওড়ে
যেখানে ফেলে এসেছো কুড়ানো পাথর
নিপুণ নিশীথ যদি জমানো আকর
তবে কেন ছুটছো মিছে, হায় ভবঘুরে!
পেছন-যাত্রায় তুমি কত দূর যাও
যাও নাকি বসে থাকো একা মহাকাল
ঘুমের চুমের ভেতর স্বপ্ন নাকাল
বেহুঁশ আর বেকারার যাত্রী, কোথা যাও?
যেখানে ঘুমের দেশ ডানা মেলে ওড়ে
যেখানে ফেলে এসেছো কুড়ানো পাথর
নিপুণ নিশীথ যদি জমানো আকর
তবে কেন ছুটছো মিছে, হায় ভবঘুরে!
Leave a Reply
You must be logged in to post a comment.