নীল-বিদ্রোহ

নীল হয়ে যাওয়া মুখগুলো এখনো

বিষদাঁত নিয়ে বসে আছে হাঁ করে

এখানে-ওখানে, কাছে-দূরে, সর্বত্র

ওদের সাপের মতো লকলকে জিহ্বা,

বাজের মতো তীক্ষè দৃষ্টি,

ভ্যাম্পায়ারের মতো উদগ্র বাসনা

ওরা সুযোগ পেলেই বসাবে কামড়

বাড়িয়ে চলবে নীলমুখের 888sport free bet

তারপর সাদা আলোর পৃথিবীকে

নীল আলোর পৃথিবী বানিয়ে

নাম দেবে তার নীলগ্রহ

ভয়ে বিবর্ণ হয়ে যাওয়া মুখগুলো

এখনো সময় আছে হাতে কিছু,

চলো নতুন গ্রহের করি সন্ধান

হয় নিজেরা পালিয়ে যেতে ওখানে

নয়তো ওদের ওখানে পাঠাতে লড়ে

বুক ভরে সাহসের দম নিয়ে একবার

আবারো গর্জে উঠে নীল-বিদ্রোহে

Published :


Comments

Leave a Reply