ঘরে ফিরবেনা বলে যারা পথে নামে

তারা সবাই কি পথে থেকে যায়?

নাকি কেউ কেউ পথ খুঁজে পায়না বলেই

ফের ঘরে ফেরে, কেউ

ভুল করে ঢুকে পড়ে অন্য কোনো ঘরে!

আসলে পথ কি দিতে পারে

সেরকম কোনো নিশ্চিত আশ্রয়!

কেউ কেউ হুট করে পথে নেমে পড়ে

কেউ বেশ ভেবে-চিন্তে অন্ধি-সন্ধি জেনে।

যারা কিছু না ভেবেই হুট করে নামে

তারা সহজেই পথ হারাতে হারাতে

পথ টথ সব কিছু হারাতে হারাতে

কেউ ফের ঘরে ফেরে, কেউ-কেউ সকলি হারায়।

পথের যেমন কোনো শুরু নেই, শেষও নেই

পথ পথের মতোই একা পড়ে থাকে

যারা পথে হাঁটে তারা কেউ কেউ শুরু করে, কেউ

করে পরিক্রমা শেষ।

তবু সে পায়না খুঁজে পথের সন্ধান

পথ যাকে ডেকে নেয়, পথ যাকে টানে

সে কি জানে সব পথ পথ নয়, সব

কিছু জেনে শুনে যারা নামে

তারা জানে কোনটা সুপথ আর কোনটা বিপথ তাই তারা পথে পথে গড়ে তোলে ঘর।