ভালোবাসার পাথরে চ্যাপ্টা হয়ে শুয়ে থাকা সরীসৃপ
উলট কম্বলের নিচ থেকে গলাবাড়ানো গিরগিটি
ঋতুবৈচিত্রের রঙ-গন্ধ-আশা-আলো কোনোদিন বুঝবে না
বিশ্বপ্রেমিক কখনোই ঝরনার ধারে খুঁজবে না
শুধু এক পাটি ক্ষয়িষ্ণু স্যান্ডেল!
ভালোবাসার বালুতে কাত হয়ে পড়ে-থাকা প্রিয়তমার কোষা
একদিন অসময়ে বুঝবে আমার জলপথের পিপাসা
জালিঘেরা বারান্দায় আটকাপড়া বিকেলের ভাবাতুর প্রেম
বাজারের সাড়া-শব্দ, নিচু মেঘ, উঁচু আশা
পাহাড়ি নদীর হাঁটুস্রোত পেরিয়ে এসেছে ভালোবাসা।
রুটিরুজিময় শিলাউত্তোলনের পর
মনোহর বিকেল এনেছে ছায়াঘন অবসর
তখন আমার ছবিকাতর মাথার গোপনে কী হয়!
ইজারটিং-এর মোটা রসিকতা দু’পায়ে মাড়িয়ে
চাঁদপ্রিয় যুবতীর চোরা আহলাদ
ভেঙ্গে পড়ে মধ্যপাড়া ব্রিজে, তাতে কী হয়!
এত বড় তারা! খালি চোখে দেখা যায় একরতি
আলো। বালুচিকচিক খালি পা’য় হাঁটার সময়
হাঁটু থেকে ঝরে পড়ে চমৎকার জলের মিনতি।

Leave a Reply
You must be logged in to post a comment.