পুণ্যাহ

আজ বৃক্ষের সঙ্গে লতার, পাতার সঙ্গে হলুদবাটার বিশ্রুত     বিবাহ   আজ পুণ্যাহ

আজ রাজদরবারে ফণিমনসার, আম্রকাননে প্রণত প্রজার    প্রবাহ   আজ পুণ্যাহ

আজ সমতলে গিরিজলে সাতহাত বুকের নিচে হতাস্মির        চিতাদাহ           আজ পুণ্যাহ

আজ রোদজোছনার জলপথে মেঠোইঁদুরের ধানীপথে পঙ্খীর           উদ্বাহ   আজ পুণ্যাহ

আজ শস্যাগারে স্বকীয়া করদাতা পরকীয়া খাজনাদাতা নদীর            গাত্রদাহ           আজ পুণ্যাহ

আজ ঘাসফড়িং আর লাজুকলতার সুখেদুঃখে চৈত্রমনিষ্যির খরাদাহ            আজ পুণ্যাহ

আজ ধানদুর্বা লঙ্কাবাটা আর ইলিশপান্তার ভোজে নবান্নের    গোত্রদাহ         আজ পুণ্যাহ

আজ ধর্ম আজ কর্ম আজ ধান্য আজ মান্য আজ ধরা-হ অভয়ারণ্য আজ অবসিত সব বন্যবরাহ

আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ

অদূরে রাজার পাল্কি দেখিয়া আউলবাউলের সঙ্গে পাল্লা দিয়া নদীরমণীরা চোখ তুলিয়া তাকাইতেছে

মাঠে-মাঠে রন্ধ্রপথে ইঁদুরের গর্তে মাটির তোরণে বসিয়া দুলকিচালে ঘাসফড়িং ডানায় বাঁশি বাজাইতেছে

একবার উপরে ছুটিয়া আবার পাতালে মুখ লুকাইয়া মেঠোমূষিক রাজনয়নের সঙ্গে লুকোচুরি খেলিতেছে

বেহারার চার চেহারায় রাজরসিকতা কপালে উল্কিআঁকা হাতে পেশির তাগড়াখেলা পায়ে উদ্দাম শিবনৃত্য

চৌপাশে বাহারি কলাপাতা আমজামতমালের নীলছাতা লালকঞ্চির নিশানা পাতা তবে নয় কারো ভৃত্য

আজ পুণ্যাহ আজ সহজপ্রাপ্য যাহা চাহ আজ মন্দির দরগাহ আজ ভক্তের লালসালুঘেরা নাবালচিত্ত

আজ ধর্ম আজ কর্ম আজ ধান্য আজ মান্য আজ ধরা-হ অভয়ারণ্য আজ অবসিত সব বন্যবরাহ

আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ

কর্ণে কানাকড়ি নয় গোলপয়সা নয় তামারঙ টাকা নয় বাহুতে শঙ্খবালা নয় দুপায়ে কাঠের খড়ম নয়

হালখাতা নয় পঙ্খীর পদপাতা নয় মাপ নয় ছাপ নয় হাঁটুকোমরউরু নয় গোঁড়ালি নয় ভোজালি নয়

অগ্রে নয় পশ্চাতে নয় এপাশে নয় ওপাশে নয় কাঁধে কাঁধ নয় হাতে হাত নয় শিরে লাল আমামা নয়

অগত্যা পড়েছে গড়িয়ে তহবন মাটিতে ছড়িয়ে ভরাসানকি নিয়ে সবাই গোহালে গিয়ে একঢোক পিয়ে

একজনের কথা বলতে চায় না অন্যজন একজনের হক কাড়তে চায় না অন্যজন হাঁটে কদম আগ-বাড়িয়ে

পেয়াদা পাইক লস্কর চোরবাটপার তস্কর কিষানকিষানীও নয় বেখবর কেউতো দেয় না কাউকে তাড়িয়ে

আজ ধর্ম আজ কর্ম আজ ধান্য আজ মান্য আজ ধরা-হ অভয়ারণ্য আজ অবসিত সব বন্যবরাহ

আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ

আজ ধানীলঙ্কার পাশে মিষ্টান্ন আজ রসকদম্বের সঙ্গে শাকান্ন আজ পাটালিগুড়ের সঙ্গে খিচুড়ি-পলান্ন

আজ আবুবকরের সঙ্গে গদাধর খাড়ুয়ার সঙ্গে হাঁটুগাড়ুয়া পাখপাখালির সঙ্গে ঝাঁক-উড়ুয়ার প্রণাম সাষ্টাঙ্গ

আজ জমাদারের সঙ্গে জমিদার খাজাঞ্চির সঙ্গে চিরবিরিঞ্চি মালশার সঙ্গে পানিবাতাসার সুগন্ধি মশলাধান্য

আজ গোলাবাড়ি হয়ে কাচারিবাড়ি তপোবনে মনকাড়াকাড়ি জাতপাতে গত ঝাড়াঝাড়ি আজ দখিনা হাওয়া

আজ নদীর সঙ্গে দধির বিলের সঙ্গে শঙ্খচিলের গাঙ্গের সঙ্গে গঞ্জিকাভাঙ্গের পালের নৌকায় দাঁড় বাওয়া

আজ ঘর ছেড়ে বেঘর কাইজালাঠি ছেড়ে দুধের বাটি মওকামতো নৌকাবোঝাই ধানের আঁটি কুড়িয়ে পাওয়া

আজ ধর্ম আজ কর্ম আজ ধান্য আজ মান্য আজ ধরা-হ অভয়ারণ্য আজ অবসিত সব বন্যবরাহ

আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ আজ পুণ্যাহ

৯-১১.০৪.২০০৪