888sport promo codeরা ধর্ষিত হতে হতে
শিশুরা নির্যাতিত হতে হতে
দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর
মায়েরা গর্ভবতী না হওয়ার
ও শিশুরা জন্মগ্রহণ না করার
সিদ্ধান্ত নিয়েছে আজ।
এখন আর কোনো 888sport promo code নেই কোনো শিশু নেই
পথে কেবল কয়েকটা পুরুষ ঘুরছে পশুর ভঙ্গিতে।
তাই দেখে ফুল পাখি ঝরনা ও বৃক্ষরা
ক্ষুণ্নস্বরে বলাবলি করছে –
পশুরা খাদ্য মজুদ করে না
ব্যক্তিগত মুনাফা করে ধনী হয় না
প্রেমে বিশ্বাসঘাতকতা জানে না
ডাকাতি ও লুণ্ঠন করে না গোত্রসম্পদ
গুম খুন ও গণহত্যা করে না রাজ্যে
ধর্ষণ ও নির্যাতনের বিদ্যা শেখে না কোনোকালে।
পশুরাও এখন তর্কে বসেছে ডারউইনের সাথে
বিবর্তনের সিঁড়িতে এই পুরুষেরা
পশুদের কত ধাপ নিচে প্রমাণ করছে তারা।
ডারউইন মাথা চুলকাচ্ছেন পুরনো খাতাপত্র নিয়ে
মানুষকে জানোয়ার বললে জানোয়ারের অপমানে
পরম ব্যথিত হয়ে তিনি
পশুদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার
প্রস্তুতি নিয়েছেন যখন তখনো
কয়েকটা লাগামহীন পুরুষ নাচছে বিকৃত উল্লাসে।

Leave a Reply
You must be logged in to post a comment.