পেছনে না-তাকানোই ভালো,
পেছনে মজা-দিঘি, কাঁটা ঝোপঝাড়
সাপখোপ,
পেছনে ধুলোভরা পথ এসেছি পেরিয়ে,
পেছনে মানুষেরা সব রংবাজ, ক্লাউন!
তারা নিষ্প্রাণ পাথর,
তাদের প্রতিহিংসায় ক্রমাগত রক্তাক্ত হয়েছি!
পেছনে চাঁদের আলো কুয়াশায় 888sport app,
দেখা যায় না আকাশ –
ফেটে পড়ে বজ্রঝড়!
অন্ধকারে গর্জায় সাগরের ফেনিল জলরাশি!
পেছনে রক্তচক্ষু পলিফেমাস সব দুর্দান্ত ভয়ংকর!
এদিকে এখন নতুন খেলা,
শব্দভেদী স্তব্ধতা নেমেছে হৃদয়ে –
এখন শুধুই চন্দ্রদর্শন!
আকাশ নেমেছে নিচে ভরা জ্যোৎস্নায়!

Leave a Reply
You must be logged in to post a comment.