তাপস গায়েন
‘…পোয়েটিক্যালি ম্যান ডুয়েলস…’ 888sport app download apkপঙ্ক্তির এই ভগ্নাংশটুকু যেমন দার্শনিক হাইডেগারের একটি 888sport liveের শিরোনাম (১), তেমনিভাবে এটি কবি হোন্ডারলিনের পরিণত জীবনের একটি 888sport app download apkপঙ্ক্তির ভগ্নাংশ, যে-কবিতটি শুরু হয়েছে এভাবে – ‘এই লাবণ্যময় নীলে, ধাতব ছাদে জেগেছে চূড়া, কান্না জাগে সোয়ালো (পাখির) একে ঘিরে…।’ প্রকৃত প্রস্তাবে, কী অর্থে 888sport app download apkয় কীভাবে মানুষের বসবাস, দার্শনিক হাইডেগার সে-অধিবিদ্যাকে বুঝতে চেয়েছেন কবি হোল্ডারলিনের এ-888sport app download apkটিকে ভর করে; কিন্তু হোল্ডারলিন ছিলেন এমনই একজন কবি, যাঁর নিজের জীবনযাপনই দুঃসাধ্য ও অসম্ভবপর হয়ে উঠেছিল এই পৃথিবীতে। জীবন-জীবিকার সংগ্রামে পর্যুদস্ত, ভিনদেশে গৃহশিক্ষক হিসেবে নিয়োজিত থাকাকালে গৃহকর্ত্রীর সঙ্গে অপূর্ণ প্রেম, দেশে ফিরে জেনেছেন প্রেমিকার অকালমৃত্যু এবং উন্মাদগ্রস্ত অবস্থায় অতিদীর্ঘ শেষ দিনগুলি নিয়েই ছিল কবি হোল্ডারলিনের জীবন এবং তাঁর অন্তিম প্রস্থান!
দৈনন্দিন জীবন থেকে দূরে, কল্পনার জগতে যে-কবির বসবাস, সেই কবি কী অর্থে 888sport app download apkয় মানুষের বসবাস সম্ভব করে তোলেন, যখন এই ছোট্ট পৃথিবীতে আবাসনের অপ্রতুলতা একটি বাস্তবতা এবং 888sport app download apk যখন নিতান্তই একটি রঙিন ফানুস। এই প্রস্তাবনাকে মান্য করেই হাইডেগার যখন হোল্ডারলিনের ওই 888sport app download apkর সূত্র ধরে ‘ডুয়েলিং’ (জীবনযাপন)-কে 888sport app download apkর সমাঙ্গ করে তোলেন, তখন তিনি, প্রকৃতপক্ষে, জীবনযাপনকে এই পৃথিবীতে মানুষ নামক সত্তার অস্তিত্বের একটি মৌল চরিত্র হিসেবে দেখতে এবং দেখাতে চান। হাইডেগার মনে করেন, 888sport app download apkই পৃথিবীতে মানুষের ‘বসবাস’কে ‘বসবাস’ হিসেবে সম্ভব করে তোলে। জীবনযাপনের প্রকৃতি যেমন দেখিয়ে দেয় মানুষের অস্তিত্বকে, একইভাবে 888sport app download apkর প্রকৃতি জীবনযাপনকে সম্ভব করে তোলে – সেদিক থেকে 888sport app download apk এক বিশেষ ধরনের নির্মাণ। ‘নির্মাণ, বসবাস, চিন্তা’ এই তিনটি উপাদান হাইডেগারের কাছে প্রয়োজনীয় ভাবনার নিয়ম, যার বিস্তারিত আলোচনা এখানে উহ্য রয়ে গেল। 888sport app download apkর প্রাতিস্বিকতার মধ্যেই জীবনযাপনের অনন্যতা লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন ওঠে, ‘888sport app download apk কীভাবে সম্ভবপর হয়ে ওঠে?’
হাইডেগার মনে করেন, ভাষাই সার্বভৌম, মানুষ নয়; সত্তা হিসেবে মানুষ ভাষার মধ্যেই প্রকাশিত হয়ে ওঠে। ভাষার ভেতরে মানুষের বিশুদ্ধ প্রকাশ তখনই সম্ভব, যখন মানুষ ভাষার সত্তার ওপর 888sport apk download apk latest versionশীল থাকে এবং সে তখনই প্রকৃতপক্ষে 888sport apk download apk latest versionশীল, যখন সে ভাষার ভেতরে সত্যিকার অর্থে কান পেতে তার অন্তর্গত কথনে আস্থাশীল হয়ে ওঠে। বিশুদ্ধ শ্রবণই 888sport app download apkর উপাদান; যত বিশুদ্ধ এই শ্রবণ, ততো বিশুদ্ধ হয় কবির উচ্চারণ, ঠিক ততো বিশুদ্ধ হয়ে ওঠে 888sport app download apk।
‘…পোয়েটিক্যালি ম্যান ডুয়েলস…’ 888sport app download apkপঙ্ক্তির এই ভগ্নাংশটুকু যে দুই 888sport app download apkপঙ্ক্তি থেকে ছিনিয়ে আনা হয়েছে এখানে তার উদ্ধৃতি দেওয়া হলো :
উৎকর্ষতায় পূর্ণ, তবু 888sport app download apkর বৃত্তে
এই পৃথিবীতে মানুষের বসবাস।
‘888sport app download apkর বৃত্তে’ এই শব্দবন্ধটিকে বুঝে নিতে হবে পূর্বে ‘উৎকর্ষতায় পূর্ণ, তবু…’ এবং পরে ‘এই পৃথিবীতে’ – এই শব্দবন্ধদুটির আলোকে। ‘তবু 888sport app download apkর বৃত্তে’ 888sport app download apk-পঙ্ক্তির এই ভগ্নাংশটুকু ‘উৎকর্যতায়পূর্ণ’ শব্দবন্ধটির ওপরে সীমারেখা টেনে দেয়। হাইডেগারের চিন্তায় কর্ষণ এবং পরিচর্যা – উভয়ই নির্মাণ; এই নির্মাণ যদিও বসবাসের (কিংবা জীবনযাপনের) ফলাফল, এবং এই উৎপাদন ও নির্মাণ বা জীবনযাপনের উৎকর্ষতার জন্য প্রয়োজন; কিন্তু উৎকর্ষতায় পূর্ণ হয়েও বসবাস যে-অর্থে প্রাতিস্বিক তাকে মূর্ত করে তোলে না, কারণ জীবনযাপনের মধ্যে প্রাতিস্বিকতার উন্মোচন এক বিশেষ ধরনের বসবাস; সেই অথেনটিক বসবাস তখনই পূর্ণ হয়ে ওঠে, যখন মরণশীল সত্তা হিসেবে এই পৃথিবীতে তার বসবাস সম্ভব হয়ে ওঠে। সে-কারণেই ‘এই পৃথিবীতে’ শব্দবন্ধটি হোল্ডারলিনের 888sport app download apkয় বাড়তি কোনো শব্দবন্ধ নয়, বরং একটি জরুরি অনুষঙ্গ এবং সেই অর্থেই, 888sport app download apkয় (888sport app download apkর বৃত্তে) বসবাস আর কোনো অলীক ফানুস নয়, কারণ 888sport app download apkই সাক্ষ্য দেয় বসবাস প্রকৃতপক্ষে এই পৃথিবীপৃষ্ঠেই মানুষের জীবনযাপন; এখানেই তার অধিষ্ঠান। এখানেই 888sport app download apk বলে ওঠে, 888sport app download apk কোনো অলীক ফানুস নয়, বরং 888sport app download apkই মানুষকে এই পৃথিবীতে নিয়ে আসে, তার অধিষ্ঠান দেয়, মানুষ নামক সত্তার বসবাস সম্ভব করে তোলে।
এখানে আলোচিত হোল্ডারলিনের 888sport app download apkয় আমরা চাষাবাদ কিংবা নির্মাণের উপস্থাপনা দেখি না, কিংবা 888sport app download apk যে এক বিশেষ ধরনের নির্মাণ তার কোনো প্রসঙ্গ নেই এ-888sport app download apkয়। এটি বরং হাইডেগারের একটি চিন্তা, যে-চিন্তার মধ্য দিয়ে হোল্ডারলিনের 888sport app download apkকে তিনি দেখতে আগ্রহী। একইসঙ্গে হাইডেগার আমাদের সজাগ থাকতে বলেন, যেন আমরা হোল্ডারলিনের 888sport app download apkয় তাঁর অনুচ্চারিত চিন্তা না ঢুকিয়ে দিই, যদিও একইভাবে দার্শনিক হাইডেগার সাক্ষ্য দিচ্ছেন, ‘উৎকর্ষতায়পূর্ণ’ জীবনযাপন ভাবনাটি একান্তভাবে হোল্ডারলিনের। হোল্ডারলিনের ভাবনা আমাদের মতো সাধারণ মানুষের ভাবনা থেকে পৃথক, তবু হয়তোবা 888sport app download apkর মধ্যে বসবাস বলতে আমাদের ভাবনায় চিন্তার যে-অভিমুখ নির্দেশিত হয়, তা হোল্ডারলিনের চিন্তার সঙ্গে, বোধকরি, এক। দেখি, হোল্ডারলিন এ নিয়ে আর কী ভাবছেন। 888sport app download apk এবং চিন্তার তখনই প্রকৃত মেলবন্ধন হয়, যখন তারা নিজস্ব সত্তায় প্রাতিস্বিক থেকে পাশাপাশি জড়ো হয়। কারণ, সবকিছুর এক হয়ে ওঠার মধ্যে দিয়ে নয়, বরং প্রাতিস্বিকতার মধ্য দিয়ে একত্রিত হওয়ার সাজুয্যেই সত্তার প্রকৃত উন্মোচন সম্ভব। হোল্ডারলিনের চিন্তায় কী সেই ‘888sport app download apkর বৃত্তে বসবাস?’ এই 888sport app download apkর চবিবশ থেকে আটত্রিশ নম্বর পঙ্ক্তির মধ্যে কান পেতে শুনতে হবে তার উত্তর।
‘উৎকর্ষতায়পূর্ণ’, তবু 888sport app download apkয় জীবনযাপন সম্ভব, যদি সে কঠোর পরিশ্রমের জীবন থেকে মুখ তুলে আকাশের দিকে তাকায়, এবং দেখে বেহেস্তকে; এই পৃথিবীতে দাঁড়িয়েই তার দৃষ্টি নিবদ্ধ আছে ওপরে আকাশ আর নিচে পৃথিবীর দিকে এবং সে মেপে নিচ্ছে আকাশ ও পৃথিবীর অন্তর্বর্তী ব্যাপ্তিকে। এই অন্তর্বর্তী ব্যাপ্তির পরিমাপ সম্ভব হচ্ছে জীবনযাপনের শর্তে আর এই সেই ব্যাপ্তি যা 888sport app download apkকে সম্ভব করে তোলে এবং এই সেই মাপ যার ভেতর দিয়ে সে বেহেস্তের বিপ্রতীপ অর্থাৎ যা কিছু স্বর্গীয়, তার সঙ্গে নিজেকে মাপছে। প্রকৃতপক্ষে, মানুষ তখনই মানুষ হয়ে ওঠে, যখন সে নিজেকে কোনো স্বর্গীয় সত্তার সঙ্গে (কিংবা তার বিপ্রতীপে) নিজেকে তুলনা করে এবং নিজের পরিমাপ জেনে নেয়। এই ‘গডহেড = স্বর্গীয় সত্তা’ হচেছ সেই ‘পরিমাপ’, যা দিয়ে সে এই পৃথিবীতে অর্থাৎ এই আকাশের নিচে এবং পৃথিবীর ওপরে ব্যাপ্ত নিজের জীবনযাপনকে মাপছে; দেখে নিচ্ছে নিজেকে অনবরত। কিন্তু এই পরিমাপ গজ, ফুট, কিংবা মিটারে নির্ধারিত জ্যামিতি নয় কিংবা নয় কোনো 888sport apk, বরং এটি এমনই এক পরিমাপ, যা বেহেস্ত এবং পৃথিবী এই দুইয়ের মধ্যকার ব্যাপ্তিকে মাপছে এবং মাপছে সেই প্রক্রিয়াকে যা এই আকাশ আর পৃথিবীকে একে অপরের কাছে নিয়ে আসে। যে-প্রক্রিয়ার ভেতর দিয়ে, সে-জীবনযাপনের মধ্য দিয়ে এই পৃথিবী এবং আকাশ নিকটবর্তী হয়ে ওঠে, সে-ই হলো 888sport app download apkর বৃত্তে জীবনযাপন। 888sport app download apkই তখন পরিমাপ! কিন্তু কী মাপছে এই 888sport app download apk?
888sport app download apkয় সকল পরিমাপ শেষ পর্যন্ত সক্রিয় আছে সত্তার আনুভূমিক ভূমিতে, অর্থাৎ মানুষ নামক সত্তার পরিমাপ গ্রহণে। 888sport app download apk লেখাই হলো এক বিশেষ ধরনের পরিমাপ, যার মধ্য দিয়ে কবি জেনে যান তাঁর সত্তার ব্যাপ্তি। মানুষ মরণশীল, অর্থাৎ মানুষ মরতে জানে। যতক্ষণ সে এই পৃথিবীতে আছে, মৃত্যুকে সে মৃত্যু হিসেবে গ্রহণ করতে জানে, ততক্ষণ এই পৃথিবীতে তার জীবনযাপন 888sport app download apkর মধ্যেই নিহিত থাকে। ‘পোয়েটিক’ হলো সেই এক পরিমাপ যার মধ্য দিয়ে মানুষের পরিমাপ সম্পূর্ণ হয়ে ওঠে। আর সে এই পরিমাপ নেয় কোনো এক দিব্যসত্তার বিপ্রতীপে। কিন্তু ঈশ্বর কি অজ্ঞেয়? জানা যাঁকে যায় না – এমনই ঈশ্বর ছিল হোল্ডারলিনের; কবির কাছে সেই ঈশ্বরই আরাধ্য – এমনই প্রত্যয় রেখেছেন দার্শনিক হাইডেগার। যদি তাঁকে জানাই না যায়, তবে ঈশ্বরের বিপ্রতীপে সেই পরিমাপ কীভাবে সম্ভব? রহস্যময় এই ঈশ্বরকে নিয়ে হোল্ডারলিন, তদুপরি, প্রশ্ন রাখেন, ঈশ্বর কি আকাশের মতো প্রকাশিত?
তখন প্রসঙ্গ আসে মানুষের পরিমাপের! কিন্তু, মানুষের পরিমাপের জন্য মাত্রা কী? তা ঈশ্বর নয়, এমনকি নয় এই আকাশের প্রকাশ। আকাশের মধ্য দিয়ে ঈশ্বরের দর্শন উন্মোচন করে তাই, যা আকাশকে আবৃত করে রাখে, যা রহস্যময় তাক অনাবৃত না করেই তা ব্যাপ্ত। প্রকাশমান এ-আকাশের মধ্যে অজানাময় ঈশ্বর যেন অপ্রকাশিত থেকে যান। এর উদ্ভাসই মানুষের পরিমাপ। 888sport app download apk সে-অর্থেই পরিমাপক, যা এই পৃথিবীতে, তা উৎকর্ষতায় পূর্ণ হয়েও মানুষের জীবনযাপনকে সম্ভব করে তোলে। ‘(পৃথিবীর) ওপরে’ এবং ‘(আকাশের) নিচে’ একে অপরের সঙ্গে অন্বিষ্ট হয়ে আছে। তাদের মধ্যে নিরন্তর চলাচল হলো সেই ব্যাপ্তি যা মানুষ মরণশীল সত্তা হিসেবে নিয়তই অতিক্রম করে চলছে। ভিন্ন কোনো এক 888sport app download apkর খন্ডাংশে হোল্ডারলিন বলেন :
আহা, ভালোবাসা অনুক্ষণ, যা করে রাখে
পৃথিবীকে গতিশীল এবং ধরে রাখে স্বর্গকে
এখানে আসে সেই পরিমাপের প্রসঙ্গ! কিন্তু 888sport app download apkর পরিমাপ কী? ‘উৎকর্ষতায়পূর্ণ, তবু 888sport app download apkর বৃত্তে এই পৃথিবীতে মানুষের বসবাস…’ অগ্রসর হতে থাকে এভাবে –
ঈশ্বরের আদলে মানুষের অবয়ব থেকে
নক্ষত্রময় রাতের ছায়া অধিক পরিচ্ছন্ন নয়।
‘রাতের ছায়া’ – রাত নিজেই তো ছায়া; অাঁধার নিতান্তই অাঁধার নয়; কারণ, আলো আর অন্ধকার মিলেমিশে যে-ছায়ার নির্মাণ করে, আলো সেই ছায়াকে বিম্বিত করে মাত্র। সকাল এবং সন্ধ্যার আকাশের আলোর বিচ্ছুরণ সবকিছুকেই রহস্যময় করে রাখে। সুতরাং, কবি প্রশ্ন রাখেন : কিছুই কি নেই এই পৃথিবীর পরিমাপ?
তিনি অবশ্যই উত্তর দেন, ‘কিছুই নেই।’ কারণ কী? কারণ হলো এই যে, মানুষের এই বসবাসের মধ্য দিয়েই সে এই পৃথিবীকে পৃথিবী করে তোলে। আজ 888sport app download apk হলো সেই বসবাসের বৃত্তে প্রবেশ। অর্থাৎ 888sport app download apk এবং জীবনযাপন একে অপরকে আবাহন করে। 888sport app download apkর কোনো এক ছত্রে কবি লেখেন : ‘রাজা ঈদিপাশের একটি চোখ মূলত অনেক।’ তেমনিভাবেই, আমাদের অকাব্যিকভাবে বসবাস, এবং তাকে না মাপতে পারার অসমর্থতা আসলে উদ্ভূত হয়েছে উন্মত্ত হিসাব এবং মাপজোখের ভিতরে!
কিন্তু কীভাবে জন্ম নেয় অথেনটিক 888sport app download apk; কখন এবং কতক্ষণ থাকে এই বিশুদ্ধ 888sport app download apk! কবিই উত্তর দেন : ‘… যতক্ষণ কারুণ্য আর বিশুদ্ধি তাঁর হৃদয়ের সঙ্গ থাকে/ যতক্ষণ না পর্যন্ত মানুষ নিজেকে আনন্দহীনভাবে ঈশ্বরের সঙ্গে মাপে’ ততক্ষণ পর্যন্ত বোধকরি বিশুদ্ধ 888sport app download apk সম্ভব।
যখন এই পরিমাপ আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে, তখন পোয়েটিকের অন্তর্গত সত্তা থেকে মানুষ 888sport app download apk লেখেন : যখন 888sport app download apk পূর্ণ আলোয় পাখা মেলে ধরে, তখন মানুষ মানবিক শর্তে এই পৃথিবীতে বসবাস করে, জীবনযাপন করে!
নিচের 888sport app download apkটি সম্ভবত হোল্ডারলিনের লেখা শেষ 888sport app download apk,
‘মানুষের জীবন’ প্রকৃতই ‘এক যাপিত জীবন।’
অতিদূর দিগন্তে মানুষের যাপিত জীবন ধাবমান;
সেইখানে, আঙুরের কালো উজ্জ্বল দীপ্তিমান
গ্রীষ্মে পরিত্যক্ত মাঠ, পড়ে আছে শস্যহীন শূন্য
বনবীথি পরিব্যাপ্ত, তার কৃষকায়া প্রতিকৃতি দৃশ্যমান।
প্রকৃতি অাঁকে, পূর্ণতায় উদ্ভাসিত ঋতুর অবয়ব;
সে মান্য করে, কিন্তু কী ধীরতায় চলে যায়
যেন পূর্ণতারই অবয়ব; সেইক্ষণে বেহেস্তের দীপ্তিময় উচ্চতা
অভিষিক্ত করে মানুষকে, যেভাবে আলোয় পরিশুদ্ধ পুষ্প করে
বৃক্ষকে।
ইন লাভলি ব্লু
ফ্রেদরিক হোল্ডারলিন
এই লাবণ্যময় নীলে, ধাতব ছাদে জেগেছে চূড়া,
কান্না জাগে সোয়ালো (পাখির) একে ঘিরে, আর তার চতুর্দিকে
জেগেছে নীল সবচে মধুর। সূর্য, মাথার উপরে,
তপ্ত করে তুলে টিনের ছাদ, কিন্তু বাতাস গভীরে
ডাকে [আবহাওয়া সংকেতের] নিশ্চুপ মোরগ।
কেউ যখন নেমে আসে গির্জাঘণ্টির খুপরি থেকে, সে তো
বিম্বিত করে এক স্থবির জীবন। যদিও সে এক কিম্ভূত আকার
কিন্তু শেষাবধি সে তো মানুষেরই অবয়ব। যে জানালা দিয়ে
গির্জাঘণ্টির ধ্বনি প্রতিধ্বনিত হয়, সে তো অবারিত করে
সৌন্দর্যের দরোজা।
প্রকৃতির দিকে উন্মোচিত এই পথ অনুকৃতি এক অরণ্যবৃক্ষের
সারল্য, সেও তো সুন্দর। বস্ত্তর বিচিত্র সজ্জা থেকে মনের
গভীরে
জেগে ওঠে এক অদ্ভুত মানস। এত পবিত্র, এত সারল্যের
এসব রূপকল্পনা যে ভীতি জাগে মনে এসব আশ্চর্য বর্ণনায়।
কিন্তু আছেন যারা, দেবতারা, দয়ালু সকল কিছুর প্রতি, তারা
সততায় উজ্জ্বল এবং আনন্দে মুখর,
মানুষ হতে পারে অনুকরণপ্রিয় এসবকিছুর।
কঠোর পরিশ্রমের জীবন থেকে মুখ তুলে
আকাশের দিকে চেয়ে যেন
সে বলতে পারে : আমিও কি হয়ে উঠব
এসবকিছুর মতো? অবশ্যই তাই। করুণা যতক্ষণ স্থায়ী
হৃদয় যার স্বচ্ছ, তিনি কি নিজেকে পরিমাপ করতে পারেন
বেহেস্তের পরিপ্রেক্ষিতে? ঈশ্বর কি অজ্ঞাত?
তিনি কি প্রকাশিত আকাশের মতো? আমি আগ্রহী অন্তত
এই বিশ্বাস করতে। এই রূপই তো মানুষের পরিমাপ।
উৎকর্ষতায় পূর্ণ, তবু 888sport app download apkর বৃত্তে
এই পৃথিবীতে মানুষের বসবাস। যদি সম্ভব, তবে বলে রাখি
ঈশ্বরের আদলে মানুষের অবয়ব থেকে
নক্ষত্রময় রাতের ছায়া নয় অধিক পরিচ্ছন্ন।
এই পৃথিবীতে কি তার কোনো স্থিরতা আছে? কিছুই নেই।
ঈশ্বরের এই গ্রহে কিছুই করে না রুদ্ধ বজ্রের করতালি
ফুল সেও সুন্দর, কারণ সে ফুটেছে সূর্যের প্রচ্ছায়ায়।
চোখ প্রায়শই জেনেছে ফুলের থেকে এসব প্রাণী সুন্দর
বিশেষভাবে এসব জেনেছি আমি।
শরীর এবং হৃদয়ে রক্তক্ষরণ এবং পূর্ণতার থেকে নাস্তি
এসব কি ঈশ্বরকে করে প্রসন্ন? আত্মাকে হতে হবে শুদ্ধ
অন্যথায় হাজারো পাখির কণ্ঠস্বর এবং গানের প্রশংসা নিয়ে
ঈগল উড়ে যাবে সর্বশক্তিমানের দিকে।
এই তো বস্ত্ত, এই তো আকৃতি। কী সুন্দর, ক্ষীণ এই জলস্রোত
কী আচ্ছন্নতায় বেঁধে রাখো, যখন বয়ে যাও ক্ষীণতোয়া তুমি,
ছায়াপথ দিয়ে প্রবাহিত পরিশুদ্ধতায় যেন ঈশ্বরের চোখ
তোমাকে জেনেছি আমি; কিন্তু আমার চোখ দিয়ে গড়িয়ে পড়ে
জল।
পরিচ্ছন্ন জীবন, আমারই চারিপাশে জীবনের আকৃতি দিয়ে ফুটে
ওঠে
সমাধিক্ষেত্রে নির্জন কবুতরের সঙ্গে আমি তুলনা করি না
এসবকিছুর
আমাকে আহত করে মানুষের তিরস্কার, কারণ শেষাবধি
আমারও আছে হৃদয়! আমি কি হতে চাই ধূমকেতু? আমি তাই
জেনেছি।
পাখির মতো ক্ষিপ্র, আগুনের মতো তার প্রস্ফুটন, সরলতায়
তারা শিশুদের মতো।
এর অধিক আকাঙ্ক্ষা মানুষের আয়ত্তের বাইরে।
সততার সারল্য দাবি রাখে প্রশংসার, গম্ভীর অনুভূতি থেকে
উৎসারিত হয়ে যা ধাবমান বাগানের তিন স্তম্ভের মধ্য দিয়ে
কুমারী বাঁধবে তার চুল চিরহরিৎ গুল্মে,
প্রকৃতি এবং অনুভবে যিনি সাধারণ; গ্রিসে জন্মেছে এই গুল্ম
যদি কোনো দর্পণে তাকায় মানুষ
এবং সেখানে দেখে তার প্রতিবিম্ব, যেন
তার নিজস্ব অবয়বে সে হয়েছে চিত্রিত
চোখ আছে মানুষের প্রতিবিম্বের,
কিন্তু চাঁদের আছে আলো।
রাজা অউদিপাসের আছে একটি চোখ, অজস্র অনেক
এই মানুষটির কষ্ট বর্ণনাতীত,
প্রকাশাধিক, এবং কখন উত্তীর্ণ। যখন নাটকীয়তা
এইরূপে প্রতিভাত, হোক সে তখন এইরূপে প্রকাশিত।
কী আমার অনুভবে আসে, যখন আমি ভাবি তোমাকে?
ঝর্ণার মতো কোনো কিছুর অবশেষে আমাকে বয়ে নিয়ে যায়
যা এশিয়ার মতো বিস্তৃত। এই রকম কষ্ট পেয়েছেন রাজা
অউদিপাস!
কারণ কি ছিল একইরকম? হারকিউলিস এরকম যন্ত্রণা
সয়েছেন?
অবশ্যই! তাঁদের বন্ধুত্বে ডায়স্কুরি কি যন্ত্রণা পাননি!
ঈশ্বরের সাথে দ্বন্দ্ব, জন্ম দেয় কষ্টের, যেমন করেছেন
হারকিউলিস
জীবনের ঈর্ষার মধ্যে অবিনশ্বরতার বিভাজনও
জন্ম দেয় কষ্টের। গ্রীষ্মের রৌদ্রে-উদ্ভূত রক্ত-রঞ্জিত বিন্দুর
সমাহার
যখন ফুটে ওঠে কোনো এক ব্যক্তির মুখে, সেও তো কষ্টের।
এই তো সূর্যের কাজ, যা প্রতিটি বস্ত্তকে করে নিরাভরণ
সূর্যের আলোয় গোলাপ যেভাবে প্রণোদিত,
সেভাবে উজ্জীবিত যুবকেরা খুঁজে নিক তাদের পথ
অউদিপাসের যন্ত্রণা যেন কোনো এক হতদরিদ্রের
যা নেই যেন তারই জন্য বিলাপ।
লাওসের সন্তান, গ্রিসের জীর্ণ আগন্তুক,
জীবন মৃত্যুর সমাঙ্গ, এবং মৃত্যু জীবনের।
তথ্যপঞ্জি
১) Poetry, Language, Thought/ Martin Heidegger; translated and introduction by Albert Hafstadter, Harper & Row. 1971.
২) Hymns and Fragments/ Friedrich Holderlin; translated introduced by Richard Sieburth; Princeton University Press, 1984.
[ওপরের নাতিদীর্ঘ 888sport liveটি দার্শনিক মার্টিন হাইডেগারের ‘…পোয়েটিক্যালি ম্যান ডুয়েলস…’ 888sport liveের একটি সংক্ষিপ্ত রূপ। আমি নিতান্তই 888sport app download apk latest versionকের ভূমিকায় থেকে গেছি; এখানে আমার নিজস্ব চিন্তার কোনো ছায়ারূপ নেই। কিন্তু হাইডেগারের চিন্তা সঠিক অর্থে প্রকাশ করতে পেরেছি কি-না সে-সংশয় থেকেই যায়; এবং যদি না পেরেই থাকি, তবে সেই অপূর্ণতার দায় একান্ত আমার নিজস্ব। যে-888sport app download apkটিকে ভর করে হাইডেগার তাঁর চিন্তাকে পাঠকের কাছে হাজির করেছেন, সে-888sport app download apkর একটি পূর্ণতর 888sport app download apk latest version, ভিন্ন সূত্র থেকে, এখানে উপস্থিত করা হলো – লেখক।]

Leave a Reply
You must be logged in to post a comment.