প্রকৃত কালপুরুষ

(আবুল হাসনাত 888sport app download for androidে)

এইমাত্র যে-তারাটি আমি দেখতে পাচ্ছি

আকাশে, চোদ্দো হাজার বিলিয়ন আলোকবর্ষের দূরে বসে

888sport app কিংবা কলকাতা শহরের মাথার ওপর

সে নিভে গেলেও তাঁর উজ্জ্বলতা ফালা করে দিচ্ছে অন্ধকার।

শব্দের পাখায় ভর করে উড়ে বেড়িয়েছে শীতল অঙ্গার

888sport app download apkর নরম স্পন্দন থেকে

কুয়াশা সরানো তীব্র গদ্যের চাবুক

হৃদপিণ্ড অস্থির করে দিয়েছে দর্পণে।

শান্ত অবয়ব

স্থির দৃষ্টি

ধুলো ঝেড়ে তুলে এনেছে জহর।

কাঁটাতার তুচ্ছ করা ছুটন্ত বাতাসে মেশে সতেজ কুর্নিশ।

উত্তাল সময় জানে

প্রকৃত কালপুরুষ

মাটি থেকে উঠেছে আকাশে।

ফুসফুসে জমানো বাষ্প

ছায়া হয়ে ঝুলে আছে আমার দু-চোখে

সে-সুদূরে আমি পৌঁছে দিই শ্বাসবাহিত 888sport apk download apk latest versionর্ঘ্য।