প্রখ্যাত কথা888sport live footballিক হাসান আজিজুল হক এর প্রয়াণে আমরা শোকাহত

প্রখ্যাত কথা888sport live footballিক হাসান আজিজুল হক এর প্রয়াণে আমরা শোকাহত। সোমবার ১৫ নভেম্বর রাতে তিনি মৃত্যুবরণ করেন।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫৮ সালে রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শন-এ সম্মানসহ স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন। এ বিশ্ববিদ্যালয়ে ২০০৪ সাল পর্যন্ত একনাগাড়ে ৩১ বছর অধ্যাপনা করেন।

প্রায় অর্ধশতক ধরে হাসান আজিজুল হক লিখেছেন। তাঁর লেখা ছোটগল্প ‘আত্মজা ও একটি করবী গাছ’ ব্যাপকভাবে পাঠক সমাদৃত। ‘আগুনপাখি’ নামে হাসান আজিজুল হকের একটি 888sport alternative link প্রকাশিত হয় ২০০৬ সালে। 888sport alternative linkটি প্রথম আলো বর্ষসেরা বইয়ের স্বীকৃতি পায়। এ 888sport alternative linkের জন্য তিনি ২০০৮ সালে কলকাতা থেকে আনন্দ 888sport live football 888sport app download bd লাভ করেন।২০১৩ সালে বেঙ্গল পাবলিকেশন্স থেকে তাঁর 888sport sign up bonusচারণমূলক গ্রন্থ ‘ টান’ প্রকাশিত হয়। এছাড়া নিয়মিত লিখে গেছেন মাসিক 888sport live football পত্রিকা কালি ও কলম – এ।

হাসান আজিজুল হকের লেখা গ্রন্থের মধ্যে রয়েছে ‘তৃষ্ণা’, ‘উত্তরবসন্তে’, ‘বিমর্ষ রাত্রি, প্রথম প্রহর’, ‘পরবাসী’, ‘আমৃত্যু’, ‘আজীবন’, ‘জীবন ঘষে আগুন’, ‘খাঁচা’, ইত্যাদি।

888sport live footballে অবদানের জন্য হাসান আজিজুল হক ১৯৭০ সালে বাংলা একাডেমি 888sport live football 888sport app download bd পান। ১৯৯৯ সালে 888sport apps সরকার তাঁকে 888sport cricket BPL rateে পদকে ভূষিত করে। ২০১৯ সালে তাঁকে স্বাধীনতা 888sport app download bd দেওয়া হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।