শিরোনামহীন
মাকসুদা ইকবাল নিপার বিমূর্তধারার চিত্রে যে-কম্পোজিশন জ্ঞানের পরিচয় পাই, তা এক অর্থে অসাধারণ। তাঁর ছবিতে রঙের উজ্জ্বল বিন্যাস এবং প্রাণময় আবেগ আমাদের অভিজ্ঞতার দিগন্তকে বিসত্মৃত করে। রং এবং কম্পোজিশন যে কত তীক্ষ্ণ ও তীব্র হয়ে জীবনদায়ী হয়ে ওঠে, তাঁর ছবিতে তা বিচ্ছুরিত হয়। তাঁর প্রিয় রং হলুদ, নীল ও কমলা। এই রঙের ব্যবহারে মাকসুদা এক গভীর ব্যঞ্জনা সৃষ্টি করেন। সে-ব্যঞ্জনায় আমরা আনন্দ ও বেদনার এক কাব্যিক মিশ্রণেরও সন্ধান পাই। এই চরিত্রগুণেই তিনি অনন্য ও 888sport appsের চিত্রকলা অঙ্গনে বিশিষ্ট। তিনি চারুকলা অধ্যয়নের জন্য কয়েক বছর জাপানে অবস্থান করেন। এই সময়ে অর্জিত শিক্ষা তাঁর 888sport live chatিত মানস-গঠনে বিশেষভাবে প্রভাব ফেলে এবং তাঁর চিত্রবিন্যাস হয়ে ওঠে প্রকাশবাদী ছায়ালগ্ন। প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি ২০১০ সালে অ্যাক্রেলিকে আঁকা। ছবিটিতে 888sport live chatীর সৃজন উৎকর্ষের বহুকৌণিক গুণের পরিচয় পাওয়া যাবে।
তিনি 888sport app বিশ্ববিদ্যালয়ের চারু ও কারুকলা ইনস্টিটিউট থেকে ১৯৯৬ সালে বিএফএ ডিগ্রি এবং জাপানের আইচি শিক্ষণ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৪ সালে চারুকলায় এমই করেন।
তাঁর জন্ম ১৯৭৫ সালে।
প্রচ্ছদের ছবিটির সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।

Leave a Reply
You must be logged in to post a comment.