প্রচ্ছদ-পরিচিতি

শিরোনামহীন

ফরিদা জামান 888sport appsের সমকালীন 888sport live chatীদের মধ্যে বিশিষ্ট একটি নাম। তিনি তাঁর পটে মাছ ও জাল অঙ্কন করে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। মাছ ও জাল তাঁর প্রিয় বিষয়, এ-বিষয়ে বিসত্মৃততর এক প্রেক্ষাপটকে উন্মোচন করেছেন তিনি নানা দৃষ্টিকোণ থেকে। ধীবরদের জীবনসংগ্রামও যে কখনো বিচ্ছুরিত হয়নি তাঁর সৃজনে, তা নয়। এছাড়া মাছ-জালের মধ্যে অসহায়তাকে ধারণ করে বেঁচে ওঠার আর্তিকেও ফরিদা অতিযত্নে তুলে আনেন তাঁর চিত্রে। ছাত্রজীবন সমাপ্ত হওয়ার পর থেকে তিনি নানা দিক থেকে এই বিষয়কে তাঁর চিত্রে তুলে ধরেছেন।

‘সুফিয়া’ তাঁর 888sport live chatভুবনের একটি বিশেষ চরিত্র। দুর্ভাগ্যের বিশাল ভাণ্ডারে সে কখনো বিচলিত নয়, বরং খুঁজে পেতে চায় আনন্দ, সুখ ও প্রশান্তি। সে অনন্তকাল ধরে খুশিকে আলিঙ্গন করে। মাটি, আবহাওয়া, আশপাশ যেন 888sport live chatীকে এ-কথা বারবার বলে দেয়। জল-হাওয়া, ফুল-পাখি, গুল্ম-লতা, জলাশয়ের সোঁদা গন্ধ – এসবই 888sport live chatীর আমিত্ব, তাঁর ভালোবাসা। আর এ-ভালোবাসাই ফুটে ওঠে তাঁর চিত্রভাষায়।

তিনি ১৯৭৪ সালে চারুকলা ইনস্টিটিউট থেকে চিত্রকলায় স্নাতক ডিগ্রি, ১৯৭৮ সালে বরোদা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি এবং ১৯৯৫ সালে শান্তিনিকেতন থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তাঁর জন্ম ১৯৫৩ সালে, চাঁদপুরে।

প্রচ্ছদে ব্যবহৃত ছবিটি ২০১০ সালে অ্যাক্রিলিকে আঁকা। সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।