প্রচ্ছদ-পরিচিতি

শিরোনামহীন

 

সমরজিৎ রায় চৌধুরী 888sport appsের সমকালীন চিত্রকলায় এক ব্যতিক্রমী চিত্রকর। তাঁর আবেগ ও অনুভূতি খুবই সংবেদনশীল। তাঁর সৃষ্টিতে এই অনুভবের স্পষ্ট ছাপ ধরা পড়ে গ্রামবাংলার জীবন ও নৈসর্গিক দৃশ্য-অঙ্কনে। তাঁর 888sport live chatিত চেতনায় লগ্ন হয়ে আছে গ্রামকে গভীরভাবে ভালোবাসার অনুষঙ্গ। সেজন্যে গ্রামের মানুষের সরল জীবন, তাদের আশা-আকাঙক্ষা, পুকুরের জলে স্নানরত 888sport promo code বা তাদের আলাপন, গ্রামীণ 888sport promo codeর প্রসাধন, তাঁর চিত্রে বারংবার এসেছে। এই চিত্রগুচ্ছে তিনি যেন গ্রামবাংলার জয়গান গেয়েছেন। এইসঙ্গে কখনো শৈশবের 888sport sign up bonusও তাঁর চিত্রের প্রিয় বিষয় হয়ে উঠেছে।

মোজাইকের ছকের আদলে তিনি তাঁর অনুভূত দৃশ্যসমূহকে বিভাজন করেন, আবার কখনো ঘনত্ববাদী জ্যামিতিক বিন্যাসে রচিত হয় তাঁর দৃশ্যপট।

সমরজিৎ রায় চৌধুরী চিত্রকলায় গ্রামের চিত্রকল্পের প্রসঙ্গ, অলংকরণ ও রেখা এবং আকৃতির শক্ত বুনট সর্বত্র ছড়িয়ে দিয়ে রং, আকার এবং পরিসরের ঐক্য নির্মাণ করেন। এই অলংকরণের মধ্যে তিনি কখনো 888sport appsের লোক888sport live chatের কোনো মোটিফকেও ব্যবহার করেন আধুনিক শৈলীতে। মোটিফের আধুনিক আত্তীকরণে তাঁর ছবির অন্তর্নিহিত সৌন্দর্য আরো দৃষ্টিনন্দন হয়ে ওঠে।

তিনি বাসন্তবধর্মী ও বিমূর্ত দু-ধরনের কাজেই দক্ষ ও পারদর্শী। এই দু-ধরনের কাজেই তাঁর শৈল্পিক চেতনা দেশ-আত্মাকে ঘিরে আবর্তিত হয়েছে।

‘শিরোনামহীন’ সমরজিৎ রায় চৌধুরী অঙ্কন করেন ২০১১ সালে। অ্যাক্রিলিকে অঙ্কিত ছবিটির সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।

888sport live chatীর জন্ম ১৯৩৭ সালে কুমিল্লায়।