প্রচ্ছদ-পরিচিতি

শিরোনামহীন

নিতুন কুন্ডু 888sport appsের চিত্রকলা-আন্দোলনে এক বিশিষ্ট ও উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। তাঁর সৃষ্টির ভুবনে আমরা সংবেদনশীল ও বুদ্ধির দীপ্তিতে উজ্জ্বল এক চিত্রকরকে প্রত্যÿ করি। চিত্রে তিনি জ্যামিতিক অবয়ব গঠন করেন এবং আকার, রং ও বস্ত্তর অমত্মর্নিহিত সৌন্দর্য অন্বেষণ ও উন্মোচন করেন। তাঁর সৃষ্টিতে পরিস্ফুট হয়ে ওঠে সূক্ষ্ম সংবেদন এবং মানবিক অনুভূতির তীব্রতা। প্রকৃতির ছন্দোময় রূপও তাঁর পটে আশ্চর্য মমতায় প্রতিফলিত হয়েছে। ছাত্রাবস্থা থেকে তিনি তাঁর চিত্রে নানা ধরনের পরীÿা-নিরীÿা করে নিজস্ব এক আধুনিক চিত্রভাষা নির্মাণ করতে সমর্থ হয়েছিলেন। খুব সহজ দৃষ্টিপাতেই চেনা যায় তাঁর চিত্রগুচ্ছ।

ভাস্কর্যেও নিতুন কুন্ডু আশ্চর্য কুশলী হাতের পরিচয় দিয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘সাবাস 888sport apps’ ও 888sport appয় ‘সার্ক ফোয়ারা’ তাঁর 888sport live chatকুশলী ভাস্কর্য।

তিনি 888sport app আর্ট ইনস্টিটিউট থেকে ১৯৫৯ সালে স্নাতক হন। ষাটের দশকে একক ও বেশ কয়েকটি যৌথ প্রদর্শনীর মধ্য দিয়ে পরিণত হন এদেশের চিত্রকলা-আন্দোলনের একজন বিশিষ্ট 888sport live chatীতে। সে-সময়ে 888sport appsে যে সাংস্কৃতিক আন্দোলন গড়ে উঠেছিল তার নানা কর্মপ্রবাহেও তিনি যুক্ত হন। বিশেষত মঞ্চসজ্জায় তিনি আধুনিক 888sport live chatগুণ সঞ্চার করে এদেশে এক রম্নচির প্রতিমান গড়ে তোলেন।

ব্যবহারিক বস্ত্তসমূহেও তিনি 888sport live chatগুণ ও সৃষ্টিশীলতার স্বাÿর রেখেছেন।

তাঁর জন্ম ১৯৩৫ সালে দিনাজপুরে। মৃত্যু ১৬ সেপ্টেম্বর, ২০০৬।

প্রচ্ছদের ছবিটি ২০০৬ সালে অ্যাক্রিলিকে অাঁকা। সংগ্রাহক বেঙ্গল ফাউন্ডেশন।