আমি এ-প্রজন্মের সন্তান।
স্বাধীন দেশে আলো-বাতাসে বেড়ে ওঠা মানুষ।
সুজলা-সুফলা-সবুজ 888sport apps আমার আজন্মের ভালবাসা …
আজ মধ্য আগস্টের জিঘাংসায় রক্তাক্ত গহিন রাতে,
নিস্তব্ধ সেই ঊননিশশো পঁচাত্তর সালের কথা বলছি।
তখন আমার জন্ম হয়নি।
তবু আজো নীরবে খুঁজে ফিরি …
সেই নাবিক …
এদেশের জাতির পিতাকে …
চকিত নয়নে খুঁজি চারিপাশে,
মায়ের মুখে শুনেছি …
মধ্য আগস্টের গভীর রাতে ঘাতকের বুলেটের
শব্দের ধ্বনি মিলিয়ে যাবার আগেই
হারিয়ে গেলেন ওই দূরগগনে,
আগত প্রভাত পিতৃহন্ত্যার অপরাধে ছিল ব্যথাতুর!
সেদিনের রবির আলো জানে কেমন ব্যথার সমাধিতে ছেয়ে যায় তার বুক।
আমার মতো প্রতিটি প্রজন্ম হন্যে হয়ে খুঁজবে তাঁকে … সিক্ত নয়নে …
মনের আকাশে বেদনা যাচ্ছে বিষণ্ন মেঘে ভেসে,
প্রাণের হাহাকারে আর অনলে বিদগ্ধ আজ আমার প্রতিক্ষণ,
হে জাতির পিতা, বঙ্গবন্ধু বলছি তোমায় …
তুমি পেয়েছ প্রজন্ম থেকে প্রজন্মান্তরের নিঃস্বার্থ ভালোবাসার অর্ঘ্য ।
আমরা ভুলিনি তোমায়,
মিশে আছো তুমি এই 888sport appsের মাটিতে,
আসুক যত বাধা …
মুক্তির চেতনায় বলীয়ান হয়ে চিরকাল
তোমায় নীরবে ভালোবেসে যাব।