(শতবর্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 888sport sign up bonusতে)
তোমার বাড়িটা দেখে এলাম ধানমন্ডিতে, কত নিরাপত্তা
জলের বোতলটাও নিতে দিলো না, ক্যামেরা মোবাইল
জমা রেখে, ছবি তুলে ফটক পেরোতে গুমরে উঠল ভেতরটা
জাদুঘরে ইতিহাস ছড়ানো রয়েছে, সেই স্বর, যা শৈশবে
বেতারতরঙ্গে ভেসে এসে আমাদের রক্তে আগুন দিয়েছে
নিষেধ অমান্য করে কাটআউট স্পর্শ করতে থমকে দাঁড়িয়েছি
দীর্ঘাঙ্গীর মাথাভর্তি কাঁচাপাকা চুল, পুরু গোঁফ
শিক্ষকসুলভ কালো ফ্রেমের চশমার ভেতরে সংকল্পে স্থির দুটি চোখ
ঠোঁটের বিস্ময় হাসি আমাকে পিতৃহারার নিশুতিতে ডেকে নিয়ে যায়
বসতবাড়ির তিনতলায় কাঠের সিঁড়ি ধরে উঠতে শুনেছি সুভাষ বোসের পায়ের শব্দ
সেই পরিণতি বুঝি বিধাতা বিশ্বাসঘাতীর কলমে এখানে লিখেছেন

Leave a Reply
You must be logged in to post a comment.