প্রতিসাম্য

মানুষ ঘোড়ার গল্প শুনে-শুনে আর সব প্রাণীর চেহারা

ভুলে যায়

স্নায়ুর পরিধি জুড়ে হ্রেষাধ্বনি শুধু যুদ্ধের মাঠে, দুর্গের

চারদিকে কেবল ঘুরতে থাকে, আস্তাবলে ফিরে তারা

বহুক্ষণ দাঁড়িয়ে ঘুমায়

ঘোড়াও শুনেছে গল্প মানুষের

বুঝেছে লাগামখানি কত ভয়াবহ, চেপে বসা আরোহীর অপরাধ

কীরকম ক্ষমাহীন, তার সিংহাসন আর স্বপ্ন মুছে যাওয়া নিরীহ বুদবুদ

বাকি থাকে হ্রেষাধ্বনি। মনুষ্যগল্পের নিচে ঘোড়া তার

কাহিনীকে রাখে।

আর নিজেকে হারিয়ে ফেলে উড়িয়ে বিষণ্ণ ধুলো

ইতিহাসের একেকটি পাতায়… ০৩.০১.০৪