প্রত্যাখ্যান

ভেবেছিলাম ডাকবে না

কাছে ডেকেও এমন করে ফিরিয়ে দেবে

তেমন ভাবিনি।

নিজ ভুবনে বন্দি ছিলাম গ্রন্থি প্রেমডোর

নিঝুম রাতে, নীরব প্রাতে

ঘুম পাড়াতে, ঘুম ভাঙাতে

আড়াল দিয়ে গেছে বয়ে সুনন্দ প্রহর

মেঘ জমেছে আকাশজুড়ে জানতে পারিনি। 

শীত ফুরোলে মধুমাস, এই সত্য কবি জানে

কৃষক জানে, বৃক্ষ জানে

জানে বলেই কাল গুনে

শুকোয় তারা অশ্রুধারা ঝরাপাতার গানে

ইচ্ছা করেই এই কথা কি বুঝতে পারনি?

রৌদ্র হাসে, বৃষ্টি আসে, আসেন ঋতুপতি

বছর ঘুরে বারে বারে

আসা-যাওয়া অনিবারে

প্রেম নয় তো ঋতুর মতো বৃত্তঘেরা 888sport sign up bonus

মনের আগুন দিয়েই গড়ে বিভেদ সারণি।

তখন ছিলাম নিমজ্জমান দগ্ধ চোরাবালি

ডেকে নিয়ে আমায় কাছে

বললে, কথা বলার আছে

মিথ্যা করে নিজের করে নিয়ে সকল কালি

আমায় তুমি জিতিয়ে দিয়েও নিজে হারনি।

ভেবেছিলাম ডাকবে না

কাছে ডেকেও এমন করে ফিরিয়ে দেবে

তেমন ভাবিনি।