প্রত্যাখ্যান নয়

প্রত্যাখ্যান নয়,

যদি হৃদয় তাপে হৃদয় শুদ্ধ করে নিতে পারো

এক পৃথিবী প্রেম উজাড় করে দিতে পারো

888sport app download apkর বাইরে দুজনার অসিস্ত রাখতে পারো

হাতে হাত রেখে কিছুদূর হেঁটে যেতে পারো

যদি চোখে চোখ রেখে কিছু কথা শুনতে পারো

বসমেত্মর শুরুতে ঠোঁটে ঠোঁট রাখতে পারো

যদি রাত জেগে আমাকে গান শোনাতে পারো

কপালে হাত রেখে 888sport app download apk বলতে পারো

যদি মোহিনী খোঁপার গন্ধে মুগ্ধ করতে পারো

যদি আমাকে প্রেমের রঙে রাঙাতে পারো

তবে এসো আমাকে ভালোবাসো!