প্রথাবিরোধী 888sport live chatী প্রকাশ কর্মকার ও তাঁর 888sport live chat-সুকৃতি

রবিউল হুসাইন

তাঁকে বলা হতো ‘গরিবের পিকাসো’ কিংবা ‘চিত্র888sport live chatের শক্তি চট্টোপাধ্যায়’। 888sport live chatী প্রকাশ কর্মকারের অনুসারী নতুন প্রজন্মের অনেক 888sport live chatী তাঁর প্রকাশিয়ানায় নিমগ্ন হয়ে চেতনায় বা অবচেতনায়, পরোক্ষে অথবা প্রত্যক্ষে জড়িয়ে পড়েন। তাঁর শুভার্থী বন্ধুরা বলতেন, ‘যে কর্ম করত আর প্রকাশ করত – এরকম স্ব-নাম-ধন্য খুব কম। নিরন্তর, অক্লান্ত কাজ করে গেছেন সমস্ত বিশৃঙ্খলার ভেতরেও সার্থকনাম। – আদ্যন্ত প্রগতিশীল ও বন্ধুঅন্তপ্রাণ।’ তাঁকে বলা হয় ‘বাংলার একমাত্র লৌকিক আধুনিকোত্তর 888sport live chatী’ হিসেবে। তিনি ছিলেন একজন ‘অ-গৃহস্থ-888sport live chatী’ এবং পঞ্চাশের দশকের দ্বিতীয়ার্ধের আধুনিক প্রতিনিধি – নৈরাজ্যের সৌন্দর্য ছিল তাঁর মধ্যে।’ স্বাধীনতার পর ভারতীয় 888sport live chatকলার অন্যতম প্রতীচ্য প্রভাবহীন নিজস্ব দৈশিক ঘরানার আধুনিকোত্তর ঔপনিবেশিক খোয়ারিহীন উজ্জ্বল সৃজনশীল 888sport live chatী হলেন প্রকাশ কর্মকার। ১৯৩৩ সালে এই বোহেমিয়ান 888sport live chatী কলকাতায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন 888sport appsের ময়মনসিংহ জেলার বিখ্যাত 888sport live chatী প্রহ্লাদ কর্মকার, যিনি কলকাতার সরকারি আর্ট স্কুল পড়ে কলেজে পড়তে পাড়ি জমান এবং ওখানেই থেকে যান। প্রকাশের যখন তেরো বছর বয়স তিনি তখন পিতাকে হারান। তখন দুর্ভিক্ষ, বিশ্বযুদ্ধ, দেশভাগ, দাঙ্গার পাশাপাশি অস্বাভাবিক পারিবারিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক ঘটনাবলির মধ্য দিয়ে বড় হতে থাকেন। এই ভেতর-বাইরের টানাপড়েন আর ডামাডোল পরিস্থিতি তাঁর 888sport live chatীজীবনকে নিরন্তর অস্থিরতা ও তার বিপরীতে এক সুসংহত সামঞ্জস্যতার প্রতিবেশ সৃষ্টি করতে সাহায্য করেছে। ভেতরে প্রচুর ভাংচুর, পরীক্ষা-নিরীক্ষা ও বিক্ষুব্ধতা সংগ্রাম-যুদ্ধ-লড়াই কিন্তু বাইরে তার প্রকাশ স্থিতধী, শান্তশ্রী, স্নিগ্ধ সৌন্দর্যে আকর্ষণীয়। 888sport live chatী নিমগ্ন হয়েছেন মানুষ আর প্রকৃতিতে। বৃক্ষ, ঝিল, শস্য, ফসল, পাখি, প্রজাপতি – সব 888sport promo codeর শারীরিক অনুষঙ্গে বিধৃত যেন শরীরের বিভিন্ন অংশ চোখ, নিমম্ব, স্তন, চিবুক, ভ্রু, হাত-পা, গ্রীবা, কেশদাম, ভঙ্গি – সব এক-একটি প্রকৃতিরই অবিচ্ছিন্ন অংশ। এসবের সঙ্গে বিন্দু, রং, রেখা, আকার, আবরণ, বুনুনি, গঠন প্রক্রিয়া, 888sport live chatী বিশেষায়িত হবে : সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বা অপূর্ণাঙ্গ বাস্তবতায় রূপ পেয়েছে। 888sport live chatী মূর্ততায় বিশ্বাসী ও পারঙ্গম ছিলেন, যেহেতু তা দৈশিক পরম্পরায় গড়ে ওঠার সোপানে ব্যাপৃত। বিপরীতে বিমূর্ততা শেকড়হীন অবয়বে। তাই কখনো সেটাকে কেন্দ্র করে অগ্রসর হননি। তিনি বলেছেন, ‘আমার অঙ্কনে ভাংচুর থাকে টুটা জীবন। ভাঙাচোরা বাড়িঘর। যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা দেখে আমরা বড়ো হয়েছি। এসব ভয়াবহ আরতি। নিসর্গের মধ্যেও আমি সবকিছুকে বাঁকিয়ে চরিয়ে বিন্যাস করি। এই আমাদের প্রিয় মাতৃভূমি ভারত। দুর্নীতিভরা প্রশাসন, রাজনৈতিক নেতা, তার মাঝে ভুখা জনগণকে মৃত যাত্রীর কৌটো খুলে গোগ্রাসে খাবার খেতে হয়।’ এরকম অতিবাস্তবতায় গঠিত প্রকাশের বোধানুভব। ছবিতে তাই বিপরীত স্নিগ্ধতার এক পরিপূর্ণ শান্ত প্রচ্ছায়ার পরিচয় পাওয়া যায়, যা দৃষ্টিনন্দন এক ইউটোপিয়া – চিরশান্তি ও চিরমুগ্ধতাময়। ২০১৪-এর ২৪ ফেব্রুয়ারি নিরীশ্বরবাদী এই 888sport live chatী দেহত্যাগ করেন। ৮১ বছর বেঁচে ছিলেন। প্রথম জীবনে কলকাতা, পরে এলাহাবাদ। বালি-নৈনিতে ষোলো বছর কাটিয়ে ফের কলকাতায় পদার্পণ। মাঝে তিন বছর প্যারিসে। পিতা হিসেবে স্বামী হিসেবে, পারিবারিক কর্তব্য যথাযথভাবে পালন করেছেন। পঞ্চাশের দশকে বিজন চৌধুরী, রবীন মন্ডলের সঙ্গে 888sport live chatযাত্রা। এ-সময়ে নীরদ মজুমদার তাঁকে সুপরামর্শ দিয়ে গড়ে তুলতে সাহায্য করেছেন, যা পরবর্তী 888sport live chatীজীবনে প্রভাব ফেলে। তিনি অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায় এঁদের উত্তরসূরি লোক888sport live chat – স্বদেশিতায় 888sport live chatীজীবনে প্রভাব ফেলে। 888sport live chatীদের 888sport live chatপ্রকাশ বা চিত্রভাষার রূপকল্প আত্মজীবনীমূলক, প্রকাশের বেলায়ও তা সত্য। ব্যক্তিগত প্রকাশের সর্বজনীনতা দেখা যায় এবং তা আর্কিটাইপের আদিরূপে প্রকাশিত। কবিদের খুব প্রিয় এই মায়াবাদী 888sport live chatী নিজেও একজন কবি ছিলেন। ভারতীয় দর্শনের নামরূপ জগৎ আদর্শে বাস্তব থেকে স্বপ্নময় পরাবাস্তব সংসারে থেকেও তিনি সন্ন্যাসী, একটি প্রতিষ্ঠান হয়ে ছিলেন। প্রিয় কবি জীবনানন্দ দাশের বনলতা সেনকে নিয়ে দশ 888sport promo codeমুখ এঁকেছিলেন, সঙ্গে তাঁর 888sport app download apkও। কবি অরুণকুমার সরকার তাঁর সেসব ছবি নিয়ে 888sport app download apk লিখেছিলেন – ‘প্রকাশ তোমার ছবি দশবছর আমার দেয়ালে।/ কেন চোখ উপড়ে নিয়েছ/ ওই লুব্ধ নর888sport promo codeদের?/ মানুষ সবাই বুঝি অন্ধ আবেগে ধাবমান?/ কিসের প্রতীক্ষা যদি সূর্য স্থির নিরন্ত নিস্তেজ?/ প্রতীক্ষা প্রতীক্ষা বুঝি প্রতীক্ষা প্রতীক্ষা শুধু/ তটরেখা মায়াবী হরিণ?’ প্রথমে সামাজিক অস্থিরতা, অবক্ষয়, ক্লান্তি, জীবনের অবসাদ, পরে 888sport promo codeর শরীর 888sport live chatীর প্রধান বিষয় হয়ে দাঁড়ায়। জীবনের চলৎশক্তির অন্যতম হলো লিবিডো এবং তা পার্থিব ও বাস্তবতাময়। এর মধ্য দিয়েই জীবন-মাধুর্যের পরিপূর্ণতা আসে তাই নর-888sport promo codeর মিলন বা ঘনিষ্ঠ সাহচর্য যা তাঁর ছবিতে স্পষ্ট, তা জীবনকে এড়িয়ে নয়, বরং অতি জীবনমুখী। 888sport live chatীর ছবিতে এই 888sport live chat-দর্শন খুব জোরালোভাবে প্রকাশিত। তাঁর ছবিতে কৃত্রিমতা নেই, সব প্রাকৃতিক ও সহজিয়া অস্তিত্বে বিরাজমান।

সম্প্রতি ধানমন্ডির গ্যালারি চিত্রকে 888sport live chatী প্রকাশ কর্মকারের বেশ কয়েকটি উজ্জ্বল ও বিভূতিময় ছবি নিয়ে ২১ থেকে ২৯ আগস্ট, ২০১৪ – নয় দিনব্যাপী একটি 888sport apk download apk latest versionর্ঘ্য প্রকাশের উদ্দেশে চিত্র-প্রদর্শনী হয়ে গেল। প্রাগুক্ত কথামালা সেই প্রসঙ্গে। অ্যাক্রিলিক, তেল, ড্রাই প্যাস্টেল দিয়ে ছবিগুলো বিভিন্ন আকারে বিধৃত। নিসর্গ, নর-888sport promo codeর দেহভঙ্গিমা, অসহায় মানুষের জীবনযাত্রা, ক্ষুধার্তদের আর্তনাদ খুব অতিবাস্তবতায় এবং অতিপ্রাকৃতিকতায় প্রকাশিত। উজ্জ্বল আকর্ষণীয়  রং, মোটা রেখা, দেহজ সাবলীল দুমড়ে-মুচড়ে যাওয়া অবয়ব – সব বিভিন্ন আঙ্গিক ও গঠনে প্রকাশিত। ছবিগুলি দেখে ভাবতে বাধ্য করে বা শেখাতে চায়। সেসবের মূল উৎসকে কেন্দ্র করে কিছু জিজ্ঞাসা করতে উৎসাহিত করে। 888sport live chatীর এখানেই সার্থকতা নিহিত। তিনি যেমন নিজস্ব জগতের এক ব্যক্তিগত নিসর্গ সৃষ্টি করেন, তেমনিভাবে নিজস্ব মানব-মানবীকেও নিজের মতো করে তৈরি করেন, যারা বৃহত্তর সমাজ বা পরিসরের বাইরে নয়, একান্তভাবেই এই জগৎসংসারের বাসিন্দা তারা। 888sport live chat সর্বজনীন হলেও 888sport live chatী যে 888sport live chat সৃষ্টি করেন তা সেই স্থান বা জায়গার আর্থ-সামাজিক-রাজনীতির প্রভাবে গড়ে ওঠে। মন ও মননে থাকে বিশ্বজগৎ কিন্তু কার্যধারা লৌকিক ও দৈশিক। সব 888sport live chatের বেলায় প্রযোজ্য। ঘরের বাইরে গেলে আধুনিক কিন্তু ঘরে ফেরাই উত্তরাধুনিক। আমাদের সবার তো এখন ঘরে ফেরার পালা। চোখে দেখে যা সৃষ্টি করি সেসব বাস্তবতাময় মূর্ততায় অস্তিত্বশীল। মনের সঙ্গে অনুভূতি দিয়ে সৃষ্টি হলে তা বিমূর্ত রং-রেখা আকার বুনুনিতে পরিণতি পায়। 888sport live chatী প্রকাশ কর্মকার সেই বিমূর্ততায় অবগাহিত হননি। তিনি তাঁর নিজস্ব সৃষ্ট পরিমন্ডলে বেড়ে ওঠা এক সম্পূর্ণত মূর্ত বাস্তবতার 888sport live chatী-স্রষ্টা। তাঁর বিদেহী আত্মার ওপর শান্তি বর্ষিত হোক প্রার্থনা করি আমরা। চিত্রকের কর্ণধার 888sport live chatী মনিরুজ্জামান ও 888sport live chatী জহিরকে আন্তরিক ধন্যবাদ জানাই এরূপ একটি চমৎকার প্রদর্শনীর জন্য। পরিশেষে 888sport live chatী-কবি প্রকাশ কর্মকারের কয়েকটি 888sport app download apk দিয়ে শেষ করা যাক এই 888sport apk download apk latest versionর্ঘ্য-নিবন্ধ-888sport live chat বাক্যাবলি : ‘শুনেছ নিশ্চয়ই তার নাম/ সারাটা জীবন যে ছিল ক্লান্ত/ মশানে শ্মশানে/ 888sport app download apkর অক্ষরে’

‘দেখলাম জন্মস্থান/ যৌবন, ফণা তুলে ফোঁস করে -/ হিস্ হিস্/ ঝঙ্কারে’

‘এখন সবসময়/ প্রশ্ন ক’রে স্থবিরতা।/ চুপিসারে সে প্রতীক্ষায়/ রেখে যায় ‘মৃত্যু’/ দুটি অক্ষরে।’

‘আমিও বুঝেছিলাম ফসিলের পৃথিবীকে/ পোয়াতি চাঁদের মত ভনিতার ক্ষয়ে যাওয়া/ স্থাবর অন্ধকারে।’

‘এসেছো?/ ডানা মেলে নিয়ে যাও পাখি/ ভাল লাগে না আর/ উঠোনে ছায়া/ তোমাকে সঙ্গ দেবে উড়ে উড়ে…