প্রবহমান জীবন ও 888sport promo codeর প্রতি ভালোবাসার 888sport app download apk

আবুল হাসনাত
নুন-পূর্ণিমা  সৈয়দ শামসুল হক  বেঙ্গল পাবলিকেশন্ 888sport app, ২০১৯ ২৪৫ টাকা

সম্প্রতি বেঙ্গল পাবলিকেশন্স থেকে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের তৃতীয় প্রয়াণবার্ষিকীতে দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। মৃত্যুর পূর্বে রচিত এই গ্রন্থদুটি অপ্রকাশিত ছিল। সৈয়দ শামসুল হকের সৃজন-উৎকর্ষে খুবই আগ্রহ-উদ্দীপক হয়ে উঠেছে এ দুটি গ্রন্থ। একটির নাম নুন-পূর্ণিমা। অন্যটি 888sport app download apk latest version গ্রন্থ : আফ্রিকান ও 888sport app 888sport app download apk latest version 888sport app download apk। দ্বিতীয় গ্রন্থটি সম্পাদনা করেছেন পিয়াস মজিদ। গ্রন্থ-পরিচিতি বিভাগে আমরা নুন-পূর্ণিমা নিয়ে যৎসামান্য কথা বলব।
সৈয়দ শামসুল হক বাংলা 888sport live footballের প্রবাদপ্রতিম এক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন। 888sport live footballের সকল শাখায় তাঁর সৃজন-উৎকর্ষ বহুমুখীন কর্মের যে উজ্জ্বল স্বাক্ষর তিনি রেখে গেছেন, তা বাংলা 888sport live footballের ভুবনকে সমৃদ্ধ করেছে। বিগত শতাব্দীর পঞ্চাশের দশক থেকে 888sport appsের 888sport live footballে যে-কয়েকজন আধুনিকতার পথনির্মাণ করেছিলেন, সৈয়দ শামসুল হক ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। দীর্ঘদিনের চর্চা ও সাধনার মধ্য দিয়ে তিনি হয়ে উঠেছিলেন
বাংলা 888sport live footballের এক উজ্জ্বল নক্ষত্র। আবির্ভাবের প্রাথমিক লগ্নেই তিনি তাঁর সৃজন-প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন। 888sport app download apk, ছোটগল্প, 888sport alternative link, মৌলিক নাটক সৃজন, 888sport live footballের কলাম রচনায় ও
শেক্সপিয়র-888sport app download apk latest versionে বৈশিষ্ট্যে ও জীবনের রূপায়ণে তাঁর সৃজন নতুন মাত্রা অর্জন করেছে। 888sport live footballের বিভিন্ন বিভাগকে তাঁর সৃজনবৈভব দ্বারা তিনি যে-উচ্চতায় স্থাপন করেছেন তার কোনো তুলনা নেই। তাঁর 888sport app download apk ও গদ্য রচনার শৈলী উত্তরকালের জন্য অনুকরণযোগ্য হয়ে উঠেছে। 888sport live footballের চর্চা ও সাধনা তাঁর জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়েছিল। তাঁর গদ্যের রীতি, নাটকের সংলাপ ও কাব্যভাষার বৈশিষ্ট্য বাংলা 888sport live footballকে নবীন আবেগে উদ্দীপিত করেছে –
এ ব্যাপারে আজ আর সন্দেহ নেই।
888sport live footballের সকল শাখায় বিচরণের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে চিত্রচর্চায় ব্যাপৃত ছিলেন। এই সৃজনে ধরা আছে একজন সৃষ্টিশীল মানুষের হৃদয় ও মনের নানা স্তরের উন্মুখতা। কখনো মূর্ত ও কখনো বিমূর্ত রীতির প্রকাশে উজ্জ্বল হয়েছে তাঁর রচিত চিত্রগুচ্ছ। তাঁর 888sport live chatীমনও যে কত প্রাণময়, সজীব ও নানা ভাবনায় আলোড়িত ছিল এই চিত্রসমূহে তা অবলোকন করা যায়। 888sport live footballের বিভিন্ন শাখায় তিনি মননের প্রাখর্য ও মনীষার যে-স্বাক্ষর রেখেছেন – সেভাবে তাঁর চিত্রেরও সৃজনভূমি হয়ে উঠেছে নানাদিক থেকে তাৎপর্যময়।
সদ্য প্রকাশিত এই দুটি কাব্যগ্রন্থ রচিত হয়েছিল তাঁর মৃত্যুর পূর্বে। গ্রন্থদুটির পা-ুলিপি তাঁর স্ত্রী বিশিষ্ট কথা888sport live footballিক আনোয়ারা সৈয়দ হকের কাছে রক্ষিত ছিল।
সৈয়দ শামসুল হকের নুন-পূর্ণিমা পাঠ করার পর আমরা মোহিত হয়েছি এবং বিস্মিত হয়ে প্রত্যক্ষ করেছি তাঁর শক্তিময়তা কত তীক্ষন ও তীব্র। ক্লামিত্ম, নৈরাশ্য ও বিতৃষ্ণার এবং 888sport promo codeর জন্য আকুলতার যে বহিঃপ্রকাশ ঘটেছে তাঁর এই দীর্ঘ 888sport app download apkয়, তা আমাদের কাছে জীবনেরই বহিঃপ্রকাশ হয়ে ওঠে। কামনা ও বাসনা ডানা মেলে বটে তবে তা কোনো সীমা লঙ্ঘন করে না; জীবন তো বহুমাত্রিক, সূক্ষ্ম সংবেদন জলতরঙ্গের মতো হয়ে থাকে হৃদয়াবেগে।
প্রেমের 888sport app download apkর সমৃদ্ধ ভুবনে যে আবেগ, আকুতি ও ভাবনার জনম দেন সৈয়দ শামসুল হক তা হয়ে ওঠে নব-ভাবনায় সমৃদ্ধ। এই সৃজনে দেশপ্রেম ও সমকালীন জীবনযন্ত্রণাও মুখ্য হয়ে ওঠে।
888sport apps বিগত চার দশক ধরে যে সামাজিক সংকটের অন্তর্মুখীন চাপে বিপর্যস্ত হয়েছে তা যে-কোনো সৃজনশীল মানুষের জীবন
ও মননে হয়ে উঠেছিল এক যন্ত্রণাময় অভিজ্ঞতা। সেই
অভিজ্ঞতার বহুস্তর তাঁর 888sport app download apkর বিষয় এবং আমাদের যাপিত জীবন
তাঁর 888sport app download apkয় প্রণিধানযোগ্য হয়ে উঠেছে। সময়ের আততি ও
দুঃখ-কষ্ট এবং যাতনার ছবি পঙ্ক্তির পর পঙ্ক্তির মধ্য দিয়ে উচ্চকিত এক বোধ তৈরি করেছে। সৈয়দ শামসুল হকের হাতে যখন গুঞ্জরিত হয় এই বোধ তখন তা হৃদয়ে গেঁথে যায়। সেই কবে আমরা তাঁর ক্ষীণকায় একটি কাব্যগ্রন্থ বৈশাখে রচিত পঙ্ক্তিমালা পাঠ করে স্পন্দিত হয়েছিলাম। আশা ও নৈরাশ্যের এবং দৈনন্দিনতার যে সরব উপস্থিতি আছে এই গ্রন্থে তা আমাদের কাব্যরুচিতে নবীন মাত্রা সঞ্চার করেছিল। এখনো বহুল আলোচিত তাঁর বৈশাখে রচিত পঙ্ক্তিমালা। অনন্য এই গ্রন্থটিতে হতাশা ও ক্লেদের মধ্যে জীবনযন্ত্রণার যে ছাপ আছে তা আমাদের কাব্যাঙ্গনে ভিন্ন মর্যাদাবান হয়ে আছে। এ ছাড়া তাঁর রচিত পরানের গহীন ভিতর এবং দীর্ঘ কয়েকটি 888sport app download apk যে-কোনো 888sport app download apkপাঠকের জন্য হৃদয়গ্রাহী আগ্রহের বিষয়।
মৃত্যুর আগে রচিত নুন-পূর্ণিমা কাব্যগ্রন্থে এই বহুগুণান্বিত কবি দীর্ঘ এক 888sport app download apkয় প্রবহমান জীবন ও 888sport promo codeর প্রতি ভালোবাসার
যে-ছবি অঙ্কন করেছেন তা তীব্র, সূক্ষ্ম সংবেদনে বাংলা 888sport app download apkয় এক নবীন মাত্রা সংযোজন করবে বলে আমাদের প্রতীতি জনেমছে। ক্লেদ, গস্নানিও উপেক্ষেত হয়নি এই কাব্যগ্রন্থে, অন্যদিকে এই কবির 888sport promo codeর জন্য গহন-গভীর আকুলতা ভিন্ন ভুবনের দরজা হাট করে খুলে দেয়। 888sport app download apkর সৃজন, মননধর্মে ও স্বাতন্ত্র্যে তিনি যে কত শক্তিমান
এ-কাব্যগ্রন্থে তার বিচ্ছুরণ আছে। এই দীর্ঘ 888sport app download apk জীবনের বিশেষ রূপ প্রকাশে উজ্জ্বল; প্রেমধর্মের সুবিসত্মৃত বোধেও মহিমাময়। দীর্ঘ
এ-888sport app download apkর প্যারা শুরু হয় এমন এক পঙ্ক্তি দিয়ে :
মেয়েদের স্তনে আছে পূর্ণিমার দুধ আর সাগরের নুন,
চিকন লিকলিকে একটা সাপ যেমন ছিদ্রপথ গলিয়ে
টুক করে খসে পড়ে ঘরের মেঝেয়,
ওই পঙ্ক্তিটি হঠাৎ
হাসান চৌধুরীর করোটিতে হিলহিল করে ওঠে।
এই সেই হাসান চৌধুরী। তাঁর প্রেম কিংবা কোনো 888sport promo codeর জন্য আকুলতা আমাদের নিয়ে যায় মগ্নচৈতন্যে কিংবা কখনো বাস্তবতায়।
তিনি বলেন, আমরা আবার দেখা পাব হরিষাল গ্রামে। কোথায় সেই হরিষাল গ্রাম? তাঁর ভাষায়,
জলেশ্বরী থেকে আধকোশা নদী পার হয়ে গো-গাড়িতে
প্রথমেই মান্দারবাড়ি,
তারপর হাগুরার হাট,
তারপর পাথারের পর পাথার,
পাথারের মধ্যে দু-একটি প্রাচীন গাছ,
সেইসব দিকচিহ্ন ধরে – নইলে পথ হারাবার ঘোর সম্ভাবনা –
মাইলের পর মাইল চলবার পর, এবং
পিপাসায় না পানি পেয়ে,
ক্ষুধায় না কোনো জলপানের দোকান,
ধুঁকতে ধুঁকতে একসময় পৌঁছে যাওয়া যায় হরিষাল গ্রামটিতে।
হরিষালের ওপারেই আমাদের প্রতিবেশী রাষ্ট্র।
পিলার চিহ্নিত স্পষ্ট যদিও সীমান্ত, কিন্তু সীমান্তের চৌকি থেকে দূরে,
অনেক দূরে, এই পাথার, মাজার ও গ্রামের মানুষের পায়ে পায়ে
অনবরত সে লঙ্ঘিত।
এই 888sport app download apkবলি আমাদের সীমান্তের সন্নিকটে হরিষাল গ্রামে নিয়ে যায়। গ্রামটির নিখুঁত বর্ণনা মানুষের দৈনন্দিন যাপন আমাদের আত্মসচেতনতার বোধকে প্রখর করে। পরাবাস্তবতার সীমাকে লঙ্ঘন করে হয়ে ওঠে জীবনের অনুষঙ্গে সজীব – সৈয়দ শামসুল হক
এ গ্রন্থে তা প্রমাণ করেছেন। নুন-পূর্ণিমায় আছে ব্যক্তির সুখ-দুঃখ। আর এ খুঁজবার গরজে তিনি প্রাণময় অবয়বে এমন রূপ দেন যা ভিন্নমুখ এক চলনে কল্পনালতায় হয়ে ওঠে আশ্চর্য এক একটি ছবি। তাঁর বর্ণনা নিখুঁত, এবং কিছুটা মন্তাজের সঙ্গে live chat 888sportিক। একটি অনুষঙ্গ ভিন্ন অনুষঙ্গে প্রবেশ করে।
এই সীমান্তবর্তী গ্রামের মানুষজনের জীবন অভিজ্ঞতা এবং
কিংবদমিত্মতুল্য বাস্তবতা, মানুষের জীবন, সংগ্রাম, আবার ঘুরেফিরে আসা সেই পঙ্ক্তি, ‘মেয়েদের স্তনে আছে পূর্ণিমার দুধ আর সাগরের নুন’ আমাদের অভিজ্ঞ করে তোলে। গল্প নিয়ে, ব্যাপ্তি নিয়ে ফিরে আসে তাঁর এই সৃজনে ফের জলেশ্বরী, তাঁর সৃজনভূমির এক বিসত্মৃত ভুবন, যেখানে নানা রূপে ও অবয়বে নানামাত্রিক জীবনকে তিনি উন্মোচন করেছেন অঙ্গীকারে ও মহৎ লেখকের দায়ে। হরিষাল বিসত্মৃত জনপদ নয় বটে তবে বেঁচে থাকার আর্তি ও মর্মযাতনা নিয়ে কতভাবেই না মানুষের জীবনসংগ্রামের রূপ ও স্তর গহন হয়ে ওঠে। সৈয়দ শামসুল হক আমাদের 888sport app download apkর ভুবনে যে শক্তিমান কবি
এ গ্রন্থটিতে তিনি আর একবার তার স্বাক্ষর রেখেছেন।