গভীর রাতের সাথে জলের কী কথা হয়

সাগরমুখী সব নদী হয়তো জানে

আমার জানার ইচ্ছে হলে আমি ডেকের

জানালায় বাতাসের কাছে জানতে চাই

সে কোনো উত্তর দিতে পারে না

ঘনকুয়াশামাখা রাতে চাঁদের মৃত্যু হলে

অন্ধকার আরো ঘনীভূত হয়

চোখের সব শক্তি দিয়ে তাকিয়ে থাকি

কোন দিকে পৃথিবী? কোনদিকে মানবজনম?

অসীমের সাথে তার যোগ?

নাকি নিবিড় অন্ধকারে?