আগের মতো প্রিয় বৃহস্পতিবার ১টা আসে না
তুমি সচিন স্যারের কাছে ইংরেজি
কামরুন নাহার ম্যাডামের কাছে অংক
স্বপন ধরের কাছে বাংলা পড়তে এলে
আমি কখনো বাগানবাড়ির মোড়
একটু পরের নাহা রোডে ও বাউন্ডারি রোডে
সুখে অপেক্ষা করতাম
আমার এখন প্রতিটি বৃহস্পতিবার কাটে
দুঃসহ বিরহদহন বুকে গেঁথে
তোমার এখন প্রতিটি বৃহস্পতিবার কাটে
হাডজেন ডাস বা মুভ এন পিকের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের
আইসক্রিম কিংবা ক্রিম অব মাশরুম স্যুপের গল্পে গল্পে

Leave a Reply
You must be logged in to post a comment.