ফুলের আর্তি

সোহেল মাজহার

একটা মৌমাছি গুনগুন করে যে গান গায়
তা হলো ফুলের আর্তি।

সমুদ্রস্রোত তোমার-আমার সব ভাসিয়ে নেবে বলে
সমুদ্রবন্দনা করে নদী ছুটে চলে
নগর ও জনপদের 888sport sign up bonusকে উপেক্ষা করেই নদী-বাসনা
তুমি জানো তারও অধিক।
তাই স্বপ্নে এক নগ্নিকা বিষ হুল ফুটিয়ে নির্লিপ্ত নিরাভরণ
তার চুলে সূর্যাস্তের আভা আলো-অাঁধারের স্রোত
সমুদ্রজাহাজের ডেকে মত্ত এক নাবিক
দুরবিন চোখে বন্দরের নোঙরখন্ডে 888sport sign up bonusর প্রহর গোনে।

একটা ভ্রমর ফুল থেকে ফুলে উড়ে ভ্রু নাচায় মাধুকরী
বসন্তের অনিবার্য শ্রুতিগান
দোলায়িত ফুলের ভ্রম