বন্ধ করতে হবে

বন্ধ করতে হবে

অতিরিক্ত যা-কিছু

অবশিষ্টরা অপেক্ষমাণ

দূষণের তালিকায় সেঁটে দাও বিদগ্ধদের নাম

যে-ছবি চিৎকার করছে বন্ধুত্বের

তাকে হৃদয় দাও।

মুদ্রায় নাম লেখা বন্ধ করো

চাঁদে যাওয়া বন্ধ করো

খাদ্যের গায়ে নাম লেখা বন্ধ করো

সূচিপত্র আর নির্ঘণ্ট দিয়ে জীবন চলে না

বাহবা দেওয়া বন্ধ করো

অভিধান বারবার বদলে যায়

বানানরীতি আর জিহ্বার নৃত্য

বন্ধ করতে হবে মৃতদের সৎকার

তাদের ঘরের বাক্সে রাখতে হবে

আনুগত্য একটা অশ্লীল তৃষ্ণা

তার অঙ্কুরোদ্্গম বন্ধ করতে হবে

ক্ষুধা পরিবর্তনশীল

স্বপ্ন শুকিয়ে জ্বালানি

আকাক্সক্ষা বহুমূত্র রোগে ভুগছে

কথা বলা বন্ধ করতে হবে

অচেনাকে চেনা বন্ধ করো

অজানার শ্রাদ্ধদিনে উপস্থিত থাকো

ঘণ্টা বাজানো বন্ধ করো

গুলি অস্ত্রের অলংকার

বুক পাতা বন্ধ করো

সাপ ধরা বন্ধ করো

শত্রুর চেয়ে বড় বন্ধু নেই

প্রার্থনাবার বদলে দাও

তোমার ইচ্ছেমতো যাও

আর নিজের স্তোস্ত্র গাও

শেখানো প্রার্থনা স্বৈরাচার

ইশারা বন্ধ করো

নির্জনতা বন্ধ করো না

সেখানে অসীম থাকেন

কোলাহল বন্ধ করো না

সেখানে নৈঃশব্দ্যের বাড়ি

দুর্গ বন্ধ করো

পাঠাগার বন্ধ করো

সব জায়গায় রক্তের দাগ

বই জ্ঞানের প্রতিদ্বন্দ্বী

অক্ষরগুলো মূল্যহীন

ভাষা এক অমার্জিত ইঙ্গিত

চোখ বন্ধ করো

ক্ষমা এক অশুভ চর্চা

ঘুমিয়ে নাও

জাগরণ বন্ধ করো

888sport apkের বাজনা থামাও

কৃত্রিম বুদ্ধির রোবটগুলো ক্ষুধার্ত

তারা পৃথিবী ভাগ করবে

আবেগের প্রতিদ্বন্দ্বী প্রভু

প্রতিযোগিতা বন্ধ করো না

ঘোড়াগুলো ক্লান্ত আর অসহায়

ওদের ধূমপান করতে দাও অন্তিম অবধি

মৃত্যু বন্ধ করো না

পুনরুত্থান বন্ধ করো

সভ্যতার শত্রু সেলাইকল

সেলাই বন্ধ করো

দিনগুলোতে তালা দাও

রাত্রির দরোজা খুলে দাও

নতুন সংবাদ আসবে

প্রেম প্রতিভার প্রতিদ্বন্দ্বী

ভালোবাসা একদেশদর্শী

ইচ্ছে হলে পান করো অগ্নিশিখা

পাখি হও

কিন্তু ওড়া বন্ধ করো

আশ্রয়ের সাথে প্রতারণা বন্ধ করো

আর কত অপেক্ষা বন্ধ করতে হবে

কাঠকয়লায় লিখতে হবে নাম

জীবন বলে যদি কিছু থাকে তা বন্ধ করো

শূন্যতার চেয়ে বড় কোনো অনুভব নেই

আর এই 888sport app download apkও বন্ধ করো

তা কখনোই নিরাপদ নয়