বাঘদিবস

হাবীবুল্লাহ সিরাজী

আজ বাঘদিবস, হরিণঘাটায় মহাসমাবেশ।
প্রতিরক্ষা মন্ত্রকের জওয়ানেরা ভোরসকালে 888sport cricket BPL rate তোপে দিন শুরু করলে
জাতীয় পতাকা এবং সংগীতের দায়িত্ব পালন করে স্বরাষ্ট্র বিভাগ।
মার্চপাস্টে অংশ নিল শিশু-কিশোর অধিদফতর। বিমান ও নৌ-সেনাদের মহড়া শেষে
মহিলাদের হস্ত888sport live chatের প্রদর্শনী এবং তরুণদের বিতর্ক-প্রতিযোগিতা।

বেলা বাড়ে তো হল্লা জোর, হল্লায়-হল্লায় ভল্লা শোর
বুড়োর দাঁতে চামচিকে, গুঁড়োর গালে চিনেজোঁক
বাঘ-বাঘিনীর উদলা লেজে হাঁচি দিচ্ছে মদনভোগ।

বাঘদিবসের ভোজসভায় খাঁচা ও চিড়িয়াখানার বিষয়টি প্রাধান্য পেয়েছে।
সভাপতির ভাষণে মাল্টিস্টোরিড অরণ্যের পাশাপাশি
সম্পাদকের রিপোর্টে হৃদরোগ-হাসপাতাল ও 888sport apk-বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব
সর্বসম্মতিক্রমে গৃহীত হলে
নৃত্য পরিবেশনের জন্য প্রস্তুত হয় যুবতীসকল।

রাতের সঙ্গে কাৎ হয়ে নিদ্রা যায় বন্দর ও বৃহন্নলা
রেঞ্জার গেছে বউয়ের চুল বিলি দিতে
নিষ্ঠাবান বৃহস্পতি শুক্রবারে পৌঁছার জন্য অপেক্ষমাণ।

বাঘসভা শেষ হওয়া মাত্র শিকারি বনের দখল নিল।