বিচ্ছুরণ-বর্ণচ্ছটা
বর্ণিল পোশাকে গল্পেরা আসে আমার আয়নাঘরে
তারা 888sport sign up bonusগদ্য বলে – পায়ে কত্থক নৃত্যের মুদ্রা ফোটে
সমবেত স্বরে গায় মেঘমাল্লার
এই গল্পেরা আমার মুখোমুখি দাঁড়ায়
ঘড়ির কাঁটা উল্টো ঘোরায়
নিয়ে যায় দূরের শহরে – নির্জন কাঠের পুতুলে –
জোছনাভেজা রাত্তিরে – নদীর পাড় ধরে হেঁটে অজানা গন্তব্যে –
প্রথম আঙুল স্পর্শে – ঠোঁটের মন্থনে –
888sport sign up bonusর বিহারে
হঠাৎ ঘরের কোণে দৃষ্টি পড়ে
মেঘলা রঙের একটি গল্প বসে আছে
সে আমাকে বলে, ‘আমি একান্ত কষ্টের গল্প।
আলোকচ্ছটায় ভাসতে নেই’

Leave a Reply
You must be logged in to post a comment.