মিনস্কাম পূর্ণ হয় না কদাচিৎ, এক কূলে মন ধরে না
অন্য কূলে সাড়া।
চাঁদ যদি মেঘে ঢাকে; মেঘ সরে গেলে ঢালে আলো।
ব্রহ্মপুত্রে জল শুকালে, সোমেশ্বরী ভরা।
মিনস্কাম পূর্ণ হয় না কদাচিৎ, এক কূলে মন ধরে না
অন্য কূলে সাড়া।
চাঁদ যদি মেঘে ঢাকে; মেঘ সরে গেলে ঢালে আলো।
ব্রহ্মপুত্রে জল শুকালে, সোমেশ্বরী ভরা।
Leave a Reply
You must be logged in to post a comment.