কী বাঁশি বাজাও কদমতলার ধারে ধারে;
বকুলের ঘ্রাণে নিশি ভোর হয়;
পুদিনার স্নিগ্ধ ঝাঁঝে রাত ওঠে ঊষার দুয়ারে!
পাটিসাপটা পিঠার খুশবু সনাতন চাপে
ঊর্ধ্বে বায়ু হিল্লোলিত হয়।
ওিঠো, জাগো, দেখো, অতিথি কে তোরণ-দুয়ারে
বায়ু বহে, জাগে নদী, ফুল ফোটে, পাখি গায়!
কী বাঁশি বাজাও কদমতলার ধারে ধারে;
বকুলের ঘ্রাণে নিশি ভোর হয়;
পুদিনার স্নিগ্ধ ঝাঁঝে রাত ওঠে ঊষার দুয়ারে!
পাটিসাপটা পিঠার খুশবু সনাতন চাপে
ঊর্ধ্বে বায়ু হিল্লোলিত হয়।
ওিঠো, জাগো, দেখো, অতিথি কে তোরণ-দুয়ারে
বায়ু বহে, জাগে নদী, ফুল ফোটে, পাখি গায়!
Leave a Reply
You must be logged in to post a comment.