বিষয়বদল

অলোকরঞ্জন দাশগুপ্ত

 

888sport live chatসরস্বতীর নির্দেশে

ঝাউ জোনাকিদের নিয়ে

সেমিনারের তোড়জোর চলছে

 

এমন সময়

অদূর ধুবুলিয়ার ক্যাম্পে

মোকাম্মেল তানভীর

 

আর এপার-বাংলা থেকে

তাঁর সহযোগী

সুশীল সাহা এসে হাজির

 

তাঁরা তুলে রাখছেন

দেশবদলের শামিল

মানুষজনের কান্না

 

এই মুহূর্তে

শাশবতের প্রকল্পে ঘোষিত

জোনাকিদের আমি কিছুতেই অন্তর্গত করে নিতে পারি না

 

জোনাকিরা এখনো দারুণ অভিমানী

আমাকে বিশ্বাসঘাতক ঠাউরে

ঝাউ ছেড়ে শ্মশানচাঁপার গাছে পুনর্বাসন খুঁজে উড়ে গেল…