বৃষ্টিসূত্রে রচিত পঙ্ক্তিমালা

বৃষ্টি এলে মন-ময়ূরের পাখা নাচে গমকে গমকে

বৃষ্টিসূত্রে তাকে তুলে নিই বুকে! বিজন সৈকতে

ডাকে বুঝি চোরাবালি! ঘোরলাগা ঝাউবনও

উসকে দেয় 888sport sign up bonus; সবুজ পাহাড়গুলি যেন 888sport slot gameের

নিত্য প্রণোদনা – ফেরি করে রাশিরাশি মেঘের

ঘুঙুর; পায়ে বাজে তারামাছ, শামুক ঝিনুক

আর রোদেপোড়া মীনের মেয়েরা; কী নাম

দেবে গো তার? সুস্বাদু শুঁটকি? প্রোটিনের গল্পে

কাঁদে ব্যক্তিগত মৎস্য-সমাচার! সমুদ্র-জাহাজ

ভাসে দূর কোনো বন্দরের টানে … কোথায়

রয়েছে আজ দূরগামী নাবিকের ছায়ামায়াপ্রেম!

বুকের কিনারে বাজে চিনচিনে ব্যথা; এ জগৎ

যেন এক ব্যথার আধার! বাজে বাদ্য ঠমকে ঠমকে

বৃষ্টি এলে মন-ময়ূরের পাখা নাচে গমকে গমকে