বেজে উঠছে সায়াহ্ন-সংগীত

কালো কফি, তুমি কী মরণ?

ধোঁয়াশায় নিভৃতির সংবেদ ক্ষরণ

আধো নোনতা হালকা তেতো

চিনি ও দুধের বি888sport app download for android

হালভাঙা নৌকো তুমি পড়ে আছো তটে

অবেলায় সখ্য তুমি দিতে পারবে

কতটুকু আর?

সংশয়ের মেঘ দেখছি ডানা ঝাপটায়

ঝড় জল বিদ্যুতের ঝলসানি

আহত আক্রোশ

হয়ে উঠছে প্রবল, প্রবলতর

আমরা ছিন্ন অসহায়

দম হয়তো অচিরে ফুরাবে

তখন উপায় –

নাড়িছেঁড়া সময়ের হু-হু দীর্ঘশ্বাস

আছড়ে পড়ে চন্দ্রাহত বালুচড়া

বন্ধ্যা কোনো নদী-কিনারায়