মটকা, সিন্দুক ও ড্রয়ার থেকে

      যে-মশারি টেনে আনো না কেন?

সেই মশারি কি ছেঁড়া ও ফুটা? দেখে নাও!

মশারির চারধার ভালোমতো গুছিয়ে গুঁজিয়ে দাও,

না হলে মশা মশাই হয়ে মশারিতে ঢুকে পড়বে!

যে-পোশাক পরেই ঘুমাও না কেন?

           মশা কামড়াবেই! 

যে-কক্ষেই থাকো না কেন?

        মশা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না!

একা শোও কিংবা প্রিয়জনের সঙ্গে –

সুযোগ পেলেই মশা দংশন করবেই!

মানুষ ঘুমিয়ে পড়লে মশা মশকারি না করে,

       কামড় বসায়!

দুর্গম পথেই শুধু দুর্গতি থাকে না!

ঘরের ভেতরেও –

শনিগ্রহ থেকে শুধু শনিবারে নয়,

অন্যবারেও ঘরের ভেতর

    শনির দশা মশা তৈরি করতে পারে।

সারেং হয়ে সারিন্দা বাজাও

      কিংবা সারেগামাতে সুর তোলো,

        কোনো লাভ হবে না!

মশারি ঠিকমতো দেওয়া হলো কি না?

     ঘুমানোর আগে পরখ করো!

দিন ও রাত্রিতে মশার উপদ্রব বেড়েছে!

মশার কামড়ে ম্যালেরিয়া নাও হতে পারে,

কিন্তু প্রাণঘাতী ডেঙ্গু হতে পারে!

সবসময়ে সব মশা

    গুনগুন করে গান গেয়ে কামড়ায় না!