মহামায়া ও আমার সময়

নাজমীন মর্তুজা

আমাকে ঠেলে দেয় দূরের বনান্তরে
ক্ষয়ে যায় 888sport sign up bonus আবেগ অনূভূতি
মহামায়া কঙ্কাবতী তোমাকে পেতে
পৃথিবীর কথা আর ভাবি না

জল ঢালি নিরলস কুসুমকলি
প্রেমের প্রসারে ফুটে ওঠো আরও একবার
মমির পুতুল

আমাকে ক্ষমতাহীন অসফল করে
দূরত্ব রচো না নীহারিকা
ক্লিষ্ট রক্তাক্ত পায়ে ছুটে এসেছি বহুপথ
সাহারায় ধূলিময় ম্লান রক্তাক্ত হাতে এঁকে যাই
অজন্তার গায়ে সমস্ত বিধূর রাত
শতবর্ষের নিদ্রাহীন আঙুলের ডগায়
জেগে উঠে বেদনার্ত সবিতা
মোরগের লাল ঝুঁটির মতো
তুমিবিহীন আমার ভোরগুলো
ইটের মতো চূর্ণ

মহামায়া তুমি কি বোঝ
এ কার দেহ এ কার প্রাণ
আমার কাছে কেবল তোমার সুরটাই শ্রেষ্ঠ
পৃথিবীর বেহালাটা নয়।