মানুষের মনে বিস্ময় নেই

আলো কমে যাচ্ছে, বিস্ময় নিভে যাচ্ছে

আমি বোধ হয় পৃথিবীর কেউ নই,

মানুষের চোখে এখন আর বিস্ময়

দেখা যায় না –

আঘাতেরও ভয় নেই মানুষের।

নতুন বসন্ত আসে না আর জীবনে

মানুষের মনে নেই

এখন আর জলের আলোড়ন –

মানুষের মনের কোলাহলে নেই

নদীর জল।

মানুষের বুকে হেঁটে যায় না

আর উজ্জ্বল রোদ

মানুষের চোখ অনেকটাই নির্জন,

বাড়ছে কেবল পৃথিবীতে

উৎকেন্দ্রিক ভিড়।

পাখির আছে নীড় –

কত কত মানুষের নেই ঠিকানা,

বাসযোগ্য ঘর।

কে জানে পৃথিবীতে কে আপন,

কে পর।