মাহমুদ আল জামানের অগ্রন্থিত 888sport app download apk

সংগ্রহ ও ভূমিকা : মুহিত হাসান

তরুণ বয়স থেকে 888sport app download apk লিখলেও কবি মাহমুদ আল জামানের (খ্যাতনামা সম্পাদক-গদ্য888sport live chatী আবুল হাসনাতের কবি-নাম) মৌলিক 888sport app download apkর বই প্রকাশ পায় অনেক দেরিতে। ১৯৮৭ সালে বেরিয়েছিল তাঁর প্রথম কাব্যগ্রন্থ জ্যোৎস্না ও দুর্বিপাক। দীর্ঘ বিরতির পর যথাক্রমে ২০১০ ও ২০১৪ সালে প্রকাশ পায় আরো দুটি 888sport app download apkর বই কোনো একদিন ভুবনডাঙায় ও ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল। এছাড়া প্রয়াণোত্তরকালে প্রকাশিত 888sport app download apkসমগ্র-তে (২০২১) সংকলিত হয়েছে কিছু অপ্রকাশিত-অগ্রন্থিত 888sport app download apk। তবে তরুণ বয়সে লেখা তাঁর 888sport app download apkগুলো সম্ভবত এখনো অগ্রন্থিতই থেকে গেছে। সম্প্রতি খুঁজে পাওয়া গেল ১৯৬৭ সালে লেখা মাহমুদ আল জামানের একটি 888sport app download apk, ‘অবারিত আকাশের পারাবত’। ওই বছরের ৭ই নভেম্বর অক্টোবর বিপস্নব বা রুশ বিপস্নবের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষ প্রকাশিত সংকলন তরঙ্গতে 888sport app download apkটি ছাপা হয়। যৌথভাবে সংকলনটি সম্পাদনা করেছিলেন কাজী মোহাম্মদ ইদরিস, শহীদুল্লা কায়সার ও আবদুল হালিম। ‘অক্টোবর সমাজতান্ত্রিক মহাবিপস্নব উদ্যাপন কমিটি’র পক্ষ এর প্রকাশক ছিলেন কাজী মোহাম্মদ ইদরিস, যিনি পূর্বোক্ত কমিটির আহ্বায়কও। উল্লেখ্য, সংকলনটিতে বেশ কিছু গদ্যরচনা থাকলেও মৌলিক 888sport app download apk ছিল মাত্র দুটিই (আরেকটি 888sport app download apkর রচয়িতা দিলওয়ার)।

অবারিত আকাশের পারাবত

ক্রেমলিনের চূড়ার

এ-পারাবত তোমার

এ-পারাবাত আমার

                   এখানে এখন

অনাথ জীবনের এ-আর্তনাদে

হৃদয়ে জমাট বেঁধেছে

মুমূর্ষু রূপসী বাংলার বেদনার এক

ভয়াবহ শোক,

বিনিদ্র প্রান্তরে

শীষ ফোটায় গান

উন্মোচিত দ্বারের গান উচ্চকণ্ঠে শোনা যায় না

বুকের বুলেটের ক্ষত চিহ্নে

আমরা আলোর পিয়াসায় সাইবেরিয়ার

ঊষর মরুভূমির ট্রাক্টরের মন

তুর্কমেনিস্তানের চাষি মেয়ের জীবনের উচ্ছলতা

এই একই বৃত্তে বারবার

ঘুরে ঘুরে খুঁজেছি, একটা নীল বেদনার

শবদেহ কাঁধে নিয়ে

কবরস্থানে গেলেও

দুনিয়ার তুফানে

প্রিয়তমার কালো চুলের শোক হারিয়ে ফেলছি

বুলেটে ঝাঁঝরা হওয়া এ-হৃদয়

এখন মানুষের অধিকারের কথা বলছে

হৃদয় চুঁইয়ে চুঁইয়ে লাল

                    ফুল

এক ইস্পাতশপথের বাণী পড়ছে

মিছিলে

তরঙ্গমালার গান

দৃঢ় অঙ্গীকারের কথা ঘোষণা করছে

এ-সুরে

এ-উজ্জীবনে

এ-চেতনায়

          ক্রেমলিনের সেই চূড়ার

এ-পারাবাত তোমার

এ-পারাবত আমার

আমরা

জনমে জনমে

একই সূর্যের অনুভূতির কথা বলছি,

সোনা ফলানো থিতানো

মাটিতে

লাঙলচষাক্ষেতের ফসলে

গরবিনী মায়ের হাহাকারে

অগ্নিস্ফুলিঙ্গ উড়ছে, কণ্ঠে

বেজে উঠছে যৌবনগাথা

ক্রেমলিনের চূড়ার

এ-পারাবত তোমার

এ-পারাবত আমার।