মুহাম্মদ ফরিদ হাসান
মূলত আমি একা নই
অবিকল আমার মতো দেখতে
আমার কণ্ঠস্বর, হাসি-কান্নার রঙে
পৃথিবীর অসংখ্য প্রান্ত জুড়ে ঘুরে বেড়ায়
আরো অসংখ্য মানুষ।
আমি এখানে 888sport app download apk লিখি
অ্যামাজনের গহিনে যে থাকে
আদিম জীবন আর শ্বাপদ স্পর্শে
তার সাথে আমার মুখ, চোখ-চুল
মিলে যায় হুবহু যমজের মতো।
অথবা একদিন পিরামিডের ভেতরে থাকা
জংধরা মমির মুখ আচমকা
আমাকে দেখে হেসে উঠে
জড়াতে চেয়েছে নিবিড় আলিঙ্গনে –
আমি নাকি তারই ভাই – তুতেনখামেন!
আমার মুখ নিয়ে চলে গেছে সহস্রজন
গতকালও ফিরেছি সৃষ্টির আদি-নক্ষত্রে
উদ্ভ্রান্ত আমি ঘুরেছি প্রান্তরে
জেনেছি খেয়ে গেছে গন্ধম আমারই মতো কেউ!
আমি আমার সবগুলো মুখ ফেরত চাই
অতিক্রান্ত দিন ও রাত ফেরত চাই
অথচ তখনো দেখি অসংখ্য মানুষ
হুবহু আমারই মুখের মতো, হেঁটে যাচ্ছে
আদি থেকে অনমেত্ম … হেঁটে যাচ্ছে …

Leave a Reply
You must be logged in to post a comment.